Noor Wali Mehsud (Photo Credit: X/Screengrab)

Afghanistan-Pakistan Clash: নুর ওয়ালি মাসুদ (Noor Wali Mehsud) হল পাকিস্তানের (Pakistan) সবচেয়ে বড় শত্রু। বর্তমানে এই নুর ওয়ালি মাসুদের ভয়ে কাঁপতে শুরু করেছে পাকিস্তান। তেহরিক-ই-লাব্বিক পাকিস্তানের নেতা নুর ওয়ালি মাসুদই রয়েছে পাক-আফগান লড়াইয়ের মাথা হিসেবে।

বর্তমানে আফগানিস্তানের (Afghanistan-Pakistan Clash) আদিবাসী অধ্যুষিত এলাকায় লুকিয়ে রয়েছে এই নুর ওয়ালি মাসুদ। টিএলপির মাথা নুর ওয়ালিমাসুদকে হত্যা করা হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে, তা সর্বৈব মিথ্যে। আদিবাসী জনজাতি এলাকায় এই মুহূর্তে নুর ওয়ালি মাসুদ গা ঢাকা দিয়ে রয়েছে বলে টিএলপির অডিয়ো মেসেজে দাবি করা হয়েছে।

ফলে আফগানিস্তানের হাতে মার খেয়ে পাকিস্তান নুর ওয়ালির নিহত হওয়ার যে গল্প ফেঁদেছে, তা পুরোপুরি মিথ্যে বলে জানা যাচ্ছে।

গত বুধবার রাতভর আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত এলাকায় লড়াই চলে। পাক সেনা কাবুলে (Kabul) হামলা চালালে, পাকিস্তানের বিরুদ্ধে পালটা হানাদারি চালায় আফগান তালিবান। কাবুলে ওই হামলার মাঝে নুর ওয়ালি মাসুদ নামে টিএলপির ওই নেতাকে নিয়ে সশস্ত্র টয়োটা গাড়ি আজানা জায়গায় রওনা দেয়।

বিপুল অস্ত্রে সজ্জিত ওই গাড়িতেই নুর ওয়ালি মাসুদ ছিল বলে মনে করছে পাক সেনা। তবে তার নাগাল এখনও পায়নি ইসলামাবাদ। নুর ওয়ালি মাসুদকে পাকড়াও করতে না পেরে, তার মৃত্যুর মিথ্যে খবর ছড়ায় পাকিস্তান।

কে এই নুর আলি মাসুদ 

২০১৮ সালে তেহরিক-ই-লাব্বিক পাকিস্তানের দায়িত্ব নেয় নুর ওয়ালি মাসুদ। টিএলপি প্রাক্তন প্রধান আকাশ পথে হামলার জেরে নিহত হলে, ২০১৮ সালে সংশ্লিষ্ট সংগঠনের দায়িত্ব নেয় এই নুর ওয়ালি।

নুর ওয়ালি মাসুদের হাতে নেতৃত্ব হস্তান্তরিত হওয়ার পর সংগঠনের খোলনলচে বদলে দেয় এই ব্যক্তি। ধর্মের নাম করে টিএলপি চলবে বলে জানানো হয় স্পষ্ট।

সম্প্রতি একটি অডিয়ো এবং ভিডিয়ো মেসেজ প্রকাশ করা হয়  নুর ওয়ালি মাসুদের তরফে। যেখানে টিএলপি (TLP) প্রধানকে বলতে শোনা যায়, পুাকিস্তান ইসলাম বিরোধী। পাক সেনা যে সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ডে যুক্ত, তার বিরোধিতা করতে শোনা যায় মাসুদকে। শুধু তাই নয়, গত ৭৮ বছর ধরে পাকিস্তান নিজের দেশের মানুষকেই অপহরণ করছে, মারছে বলে অভিযোগ করে টিএলপির এই নেতা।

ফলে পাশতুন নামে যে অধিবাসীরা পাকিস্তানে থাকেন, তাঁদের হকের জন্য লড়াই শুরু করে এই টিএলপি। আর সেই দলের প্রধান মুখ হিসেবে নাম বার বার উঠে আসতে শুরু করে  নুর ওয়ালি মাসুদের। আর এই  নুর ওয়ালিই বর্তমানে পাকিস্তানের ত্রাস বলে মনে করছে আন্তর্জাতিক মহল।