পোষ্য কুকুরের থেকে কম খরচায় ভারতীয় নাগরিকদের গৃহকর্মী হিসেবে রাখতেন হিন্দুজা পরিবার। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হত তাঁদের পাসপোর্ট। তাঁদের সঙ্গে অমানুষিক অত্যাচার করত ব্রিটেনের সবচেয়ে ধনী ভারতীয় পরিবার হিন্দুজা। এই পরিবারের বিরুদ্ধে অবশেষে গর্জে উঠেছিলেন ক্ষুব্ধ গৃহকর্মীরা। অভিযোগ দায়েরর পর শুরু হয় মামলা। অবশেষে গত শুক্রবার এই মামলার সাজা ঘোষণা করল সুইজারল্যান্ডের আদালত। অভিযুক্ত প্রকাশ হিন্দুজা, তাঁর স্ত্রী কমল হিন্দুজা, তাঁদের ছেলে ও বৌমা অজয় এবং নম্র্র্রতার বিরুদ্ধে সাড়ে চার বছর জেলবন্দি থাকার সাজা শোনালো আদালত। অর্থাৎ বৃদ্ধ প্রকাশ ও কমলকেও এবার থেকে সাড়ে চার বছর পযর্ন্ত জেলে থাকতে হবে।

ব্রিটেনের ধনকুবের হিন্দুজা পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৩৭ বিলিয়ন ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৯৩২৩৪.৫২ কোটি টাকা। এত ধনী পরিবার হয়েও দিনে ১৭ থেকে ১৮ ঘন্টা কাজ করিয়ে ভারতীয় গৃহকর্মাদের মাত্র  ৭০০ টাকা। অর্থাৎ সুইজারল্যান্ডের মুদ্রায় মাত্র ৭ সুইস ফ্রা। অন্যদিকে একটি পোষ্য কুকুরের বছরে ৯ লক্ষ টাকা খরচ করে এই পরিবার। পাশাপাশি এত শোনা যাচ্ছে যে  ব্রিটেনে জেনেভা ভিলাতে ভারতীয়দের এনে তাঁদের পাচার করে দিত হিন্দুজারা।

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অজয় হিন্দুজা এবং তাঁদের আইনজীবী। তাঁরা কোনও ঝামেলা করতেন না এমনকী বেতনের ব্যাপারটা পুরোটাই হিন্দুজা গ্রুপের ভারতীয় শাখার কিছু কর্মচারী দেখত। কারণ তাঁরাই এই দেশ থেকে ভালো, বিশ্বস্ত কর্মী পাঠাতো। ফলে বেতনের বিষয়টি হিন্দুজা পরিবারের সদস্যরা জানতো না বলেই দাবি করেছেন অজয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করলেও ব্রিটেনের এই ধনী পরিবারের সপক্ষে হাতেগোনা কয়েকজনই মন্তব্য করেছেন। অন্যদিকে বিরোধী পক্ষের কাছে জোড়ালো সাক্ষী ও প্রমাণ থাকার কারণে তাঁদেরই জয় হয়েছে।