Australia Bushfire: আগুন নেভাতে গিয়ে অস্ট্রেলিয়ায় ভেঙে পড়ল আমেরিকার বিমান, মৃত ৩ উড়ান সদস্য
আগুন নেভাতে গিয়ে অস্ট্রেলিয়ায় ভেঙে পড়ল আমেরিকার বিমান (Photo Credits: ANI)

সিডনি, ২৪ জানুয়ারি: দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় (South-East Australia) আগুন নেভাতে গিয়ে ভেঙে পড়ল আমেরিকার বিমান (Plane)। বৃহস্পতিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনায় মারা গিয়েছেন বিমানের ৩ জন ক্রু মেম্বার (Crew Member)৷ যারা প্রত্যেকেই আমেরিকার (America) নাগরিক বলে জানা গিয়েছে৷ বিমানটি ছিল C-130 Hercules এরিয়াল ওয়াটার ট্যাঙ্কার (Water Tanker)৷

ভয়ঙ্কর দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার একাংশ (Australia Bushfire)৷ এখনও বহু জায়গায় চলছে আগুন নেভানোর কাজ৷ আর তা করতে গিয়েই গতকাল এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে৷ নিউ সাউথ ওয়েলসের মোনারো অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে৷ অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনভূমি পুড়ে যাচ্ছে দাবানলে। আগুন নেভানোর জন্য আকাশপথে বিমান থেকে ঢালা হচ্ছে জল। তা করতে গিয়েই নতুন দুর্ঘটনা। এখনও পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি৷ বিমানটি ভেঙে পড়ার পরেই প্রচণ্ড আগুন এবং ধোঁয়ায় ভরে যায় গোটা অঞ্চল৷ দাবানলে মাত্রাছাড়া ক্ষয়ক্ষতি হয়েছে প্রাণী জগতের। প্রায় ৫০ কোটি পশু-পাখি (Wild-Life) ঝলসে মারা গেছে। এই সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে। পুড়ে ছাই হয়ে গিয়েছে কয়েক হাজার কোয়ালা। বিলুপ্তপ্রায় এই কোয়ালা প্রজাতির বড় অংশ বাস করত অস্ট্রেলিয়ার বনাঞ্চলে (Forest)। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে বহু দগ্ধ পশু-পাখির ছবি। দাবানলের বিভৎস ছবি দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। কোথাও আগুন থেকে বাঁচার জন্য দৌড়চ্ছে ক্যাঙারু। কোথাও একটু জলের জন্য আকুল হয়েছে ঝলসে যাওয়া কোয়ালা। গৃহপালিত জীবও (Domestic Animal) মারা গেছে অনেক। দৌড়ে পালাতে দেখা গেছে একটি ঘোড়াকে। দেখা গেছে, জঙ্গলের (Jungle) বাইরে কাঁটাতারের বেড়ায় ঝুলে রয়েছে একটি ক্যাঙারুর মৃতদেহ। কাকাতুয়া-সহ অনেক প্রজাতির পাখি মরে গাছের নীচে পড়ে থাকতে দেখা গেছে। মৃত ফায়ারফাইটারদের (FireFighters) বয়স ৪২, ৪৩ এবং ৪৫ বলে জানা গিয়েছে৷ এদিন স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছ। আরও পড়ুন: US-Iran Tensions May Aid Pakistan Get Off FATF Grey List: বন্ধু চিনের সৌজন্যতা, এফটিফের ধূসর তালিকা থেকে আগামী মাসেই মু্ক্ত হাতে পারে পাকিস্তান

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, মাসখানেক আগেই বিমানটিকে আমেরিকা থেকে অস্ট্রেলিয়ায় আনা হয়। সিএনএন-এর খবর অনুযায়ী তদন্তে জানা গেছে, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার (Canberra) দক্ষিণে পৌঁছাতেই হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায় সেটি। খোঁজখবর করার পরে ওই এলাকার স্নোয়ি পর্বতমালার উত্তর-পূর্বাঞ্চলের কুমা এলাকায় ট্যাঙ্কারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।