টুইটার দখলের পর এবার কী হোয়াইট হাউসে প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) বসিয়ে গোটা আমেরিকায় ছড়ি ঘোরাতে চাইছেন ইলন মাস্ক (Elon Musk)? দ্বিতীয়বারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার পর নিশ্চিত হতেই এমন ইঙ্গিত তুলছেন রিপাবলিকানদের সমালোচকরা। কারণ রিপোর্ট বলছে, এই নির্বাচনে ট্রাম্পের জয় নিশ্চিত করার জন্য ১১৯ কোটি টাকা খরচ করেছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় শিল্পপতি। এমনকী এই দলের স্টার ক্যাম্পেনারও ছিলেন মাস্ক। ফলে কোন স্বার্থে ডেমোক্র্যাটিক ছেড়ে রিপাবলিকানদের সমর্থনে এগিয়ে এলেন তিনি। আর জয় নিশ্চিত হওয়ার আগে থেকেই এক্স হ্যাণ্ডেলে ট্রাম্পের জয় নিয়ে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করছে ডেমোক্র্যাটিকরা।

আসলে বুধবার সকালেই একটি ছবি পোস্ট করেছিলেন মাস্ক। যেখানে দেখা গিয়েছে একটি বেসিন নিয়ে হোয়াইট হাউসের ওভাল অফিসে দাঁড়িয়ে রয়েছেন টেসলা কর্তা। ছবিটি এডিট করেছেন তিনি। এই একই রকমের ছবি যখন টুইটার কিনেছিলেন মাস্ক, তখন ভাইরাল হয়েছিল। ফলে আবারও এই ধরনের ছবি ভাইরাল হতেই অনেকেই আশঙ্কা করছে যে ব্যবসায়িক স্বার্থে কিংবা রাজনৈতিক প্রভাব বাড়াতে ট্রাম্প সরকারের ওপর ছড়ি ঘোরাতে পারেন টেসলা কর্তা।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট থাকাকালিন টুইটারের তৎকালিন কর্তৃপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। বিদ্বেষমূলক মন্তব্য করার কারণেই এই সামাজিক মাধ্যম থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়। পরবর্তীকালে টুইটার কিনে নাম বদল করে এক্স রাখার পর আগেই ট্রাম্পের ওপর ব্যান তোলেন মাস্ক। তারপর থেকেই ড্রেমোক্র্যাটিকের বদলে রিপাবলিকানদের ওপরেই বেশি ঝুকতে দেখা যাচ্ছিল তাঁকে।