Rain. (Photo Credits: ANI)

কলকাতা, ২০ নভেম্বর: শীতের পথে বাধা, ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার (Temperature) পারদ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হবে ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (IMD-Alipore) জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাওয়ার কথা। এর জেরেই প্রচুর জলীয় বাস্প ঢুকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার জেরেই সোমবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকতে শুরু করায় বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী ২-৩ দিন তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: Tathagata Roy: 'আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!' তথাগত রায়ের ট্যুইট ঘিরে জল্পনা

দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।