কলকাতা, ২৬ সেপ্টেম্বর: দুর্গা পুজোয় (Durga Puja 2025) ভিজবে বাংলা (West Bengal Weather Update)। নিস্তার নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal)। শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। যা চলবে দশমী পর্যন্ত। ফলে পুজোয় বাঙালি ঠিক কতটা নিশ্চিন্তে ঠাকুর দেখতে পারবে, তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েই যাচ্ছে।
বঙ্গোপসাগরে (Bay Of Bengal) যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা নিম্নচাপের আকার নিচ্ছে। শনিবার সেই নিম্নচাপ আরও ঘণীভূত হয়ে বর্ষণে পরিণত হবে। ষষ্ঠী থেকে বৃষ্টি শুরু হবে ওই নিম্মচাপের প্রভাবে। যা চলবে দশমী পর্যন্ত। অর্থাৎ বাঙালির পুজোর আনন্দে ভাটা পড়তে চলেছে বলেই মনে করছে আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগের যে নিম্মচাপ তৈরি হচ্ছে, তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনাতেও মাঝারি মাপের বৃষ্টির হতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সঙ্গে হাওয়া বইতে পারে। ঝড়ো হাওয়ার দাপটে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ফলে মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যান, সে বিষয়ে জারি করা হয়েছে সতর্কতা।
বাংলার পাশাপাশি ওড়িশাতেও বৃষ্টি হবে। ওড়িশার ১৮টি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশার সঙ্গে অন্ধ্রপ্রদেশেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।