Rain Alert In West Bengal During Durga Puja (Photo Credit: X/PTI)

কলকাতা, ২৬ সেপ্টেম্বর: ফের মাঝারি থেকে ভারী বৃষ্টির (Heavy Rain Alert) সতর্কতা। এবার দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ (Rain Alert In West Bengal) তৈরি হয়েছে, তার জেরেই এই বৃষ্টির সতর্কতা। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ-সহ কলকাতার একাধিক অংশে বৃষ্টি হবে। যার জেরে দুর্গা পুজোয় যে এবার ছাতা নিয়েই আপনাকে ঠাকুর দেখতে বেরোতে হবে, তা কার্যত স্পষ্ট।

আবহাওয়া দফতরের (IMD) কথায়, দক্ষিণ ওড়িশা (Odisha)  এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাংলা এবং ওড়িশার একাধিক জায়গায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

যে নিম্মচাপটি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে তৈরি হয়েছে, সেটির প্রভাব বৃষ্টি হবে। রবিবার পর্যন্ত বাংলার (West Bengal Weather Update)  বিভিন্ন প্রান্তে বর্ষণের পর তা মধ্য ভারতের দিকে সরে যেতে পারে বলে জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হবে। কখনও হালকা, মাঝারি এবং কখনও ওই বর্ষণ ভারী বৃষ্টি আকারে ঝরবে। দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্র উপকূলে তৈরি নিম্মচাপের বৃষ্টি রবিবার পর্যন্ত হলেও, পরে আরও একটি নিম্মচাপ তৈরি হচ্ছে। যার গঠন প্রক্রিয়াও শুরু হয়েছে। দ্বিতীয় নিম্মচাপের প্রভাবে কলকাতা এবং দক্ষিণবঙ্গে ঠিক কতটা বৃষ্টি কী হারে হতে পারে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

আরও পড়ুন: Weather Forecast Of Bengal: নিম্নচাপের প্রভাবে পুজোয় বৃষ্টির সম্ভাবনা, সপ্তমী পর্যন্ত সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

দুর্গা পুজোয় বৃষ্টি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর 

শুক্রবার থেকে  বৃষ্টি শুরু হবে। চলবে রবিবার পর্যন্ত। বঙ্গোপসাগের তৈরি নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলি ভিজবে। দক্ষিণ ২৪ পরগনায় যেমন ভারী বৃষ্টি হবে, তেমনি ঝাড়গ্রামেও নিস্তার নেই। তবে উত্তর ২৪ পরগনা, মেদিনীপুর, কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রাকশ করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ওড়িশায় সতর্কতা জারি

নিম্নচাপের প্রভাবে ওড়িশার ১৮টি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। যার মধ্যে কোরাপুট এবং মালকানগিরিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ ওড়িশার জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।