West Bengal Weather Update: অশনির নাগালের বাইরে তাপপ্রবাহে তপ্ত রাজ্য, বৃষ্টির সম্ভাবনা নেই
Spring (Phoo Credits: Wikimedia Commons)

কলকাতা, ২১ মার্চ: ঘূর্ণিঝড় অশনি ( Cyclone Asani)  যতই চোখ রাঙাক না কেন, রাজ্যের বহমান তাপপ্রবাহ এখনই কমছে না, জানিয়ে দিল আলিপুরের হাওয়া অফিস। রাতের দিকে স্বস্তির আবহাওয়া থাকলেও দিনের শহরে মুহুর্মুহু বাড়বে তাপমাত্রা। অন্যদিকে মৌসম ভবন জানিয়েছে, আজ ২১ মার্চ গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি। ২২ মার্চ ভোর থেকে চলবে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। মূলত এর প্রভাব পড়বে আন্দামান-নিকোবরেই। সুতরাং কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকবে। গতকাল রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

তবে অশনির প্রভাব থেকে রাজ্য বেঁচে গেলেও চলতি বছরে ঘূর্ণিঝড়ের প্রবণতা অনেক বেশি। এর জন্য দায়ী জলবায়ুগত পরিবর্তন। তাই কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থানের কারণে অশনি থেকে বাংলা বাঁচলেও এর প্রভাবে আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল ও কর্ণাটকে।  আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন অশনির প্রভাবে ভারী বৃষ্টিপাত হবে।