West Bengal: বিষ প্রয়োগেই চোপড়ার কিশোরীর মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে নেই ধর্ষণের প্রমাণ
রণক্ষেত্র উত্তর দিনাজপুরের চোপড়া (Photo: ANI)

কলকাতা, ২০ জুলাই:  কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে এখনও উত্তাল উত্তর দিনাজপুরের চোপড়া। ময়নাতদন্তে (Postmortem report) জানা গেল মৃতের পাকস্থলীতে মিলেছে বিষ। তবে ধর্ষণের কোনওরকম চিহ্ন ময়নাতদন্তের রিপোর্টে নেই। এদিকে বিজেপির বুথ সভাপতির বোনকে ধর্ষের পর বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। এই অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিয়েছে সমগ্র চোপড়া এলাকা। জেলাজুড়ে রবিবার উত্তেজিত জনতা একের পর এক পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। শিলিগুড়ির কাছে চোপড়া লাগোয়া ৩১ নম্বর জাতীয় সড়কে জনতার রোষে পুড়ল সরকারি বাস। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, মৃত কিশোরীর শরীরে ধর্ষণের কোনও চিহ্ন মেলেনি। তবে যতক্ষণ না রাসায়নিক বিশেষজ্ঞের রিপোর্ট আসছে ততক্ষণ চূড়ান্ত তথ্য প্রকাশ্যে আসবে না বলে খবর। আরও পড়ুন-Saudi Arabia করোনা সংক্রমণের মধ্যেই বার্ষিক হজ যাত্রার জন্য প্রস্তুত সৌদি আরব, কোভিড সংক্রান্ত নিয়ম ভাঙলে নির্বাসনের হুঁশিয়ারি

জানা গিয়েছে, রবিবার সকালে চোপড়ার সোনাপুর গ্রামে বিজেপির বুথ সভাপতির কিশোরী বোনকে এক দুষ্কৃতী জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পরেই কিশোরীর নিথর দেহ উদ্ধার হলে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে ধর্ষণের পর ওই কিশোরীকে খুন করা হয়েছে। এই হিংসায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরীকে ধর্ষণের পর খুনের ঘটনায় উত্তপ্ত গোটা উত্তরবঙ্গ। সোমবার জলপাইগুড়ির ধুপগুড়ি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে নেমেছে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি ও বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই। সবমিলিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।