Mamata Banerjee, Abhishek Banerjee (Photo Credit: Instagram)

কলকাতা, ২ মার্চ: দক্ষিণ ২৪ পরগণার তৃণমূলের বিজয়রথ অব্যাহত। ১০৮ পুরসভার সঙ্গে দক্ষিণ ২৪ পরগণার ৬টি পুরসভায় আজ ফলপ্রকাশ হচ্ছে। বারুইপুর, বজবজ, ডায়মন্ড হারবার, জয়নগর-মজিলপুর, মহেশতলা, রাজপুর-সোনারপুর দক্ষিণ ২৪ পরগণার এই ৬টি পুরসভাতেই একচ্ছত্র প্রাধান্য দেখিয়ে পুরবোর্ড দখল করছে তৃণমূল। তার মধ্যে ডায়মন্ড হারবার, বারুইপুর, বজবজ পুরসভার সব আসনেই জিতেছে তৃণমূল।

জেলার বাকি তিনটি পুরসভায় দুটি-একটি ওয়ার্ড ছাড়া সবেতেই জিতেছেন তৃণমূল প্রার্থীরা। জয়নগর-মজিলপুরে ১৪টি ওয়ার্ডের মধ্যে ১২টি-তে জিতেছে তৃণমূল, একটিতে জয় পেয়েছে কংগ্রেস, ১টি এসইউসিআইয়ের।  আরও পড়ুন: দীর্ঘ ৪ দশক পর কাঁথি পুরসভা হাতছাড়া অধিকারী পরিবারের

মহেশতলায় ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩৪টি-তে জিতেছে তৃণমূল, একটি ওয়ার্ডে জয় পেয়েছে কংগ্রেস। রাজপুর-সোনারপুরে ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩৩টি-তে জিতেছে তৃণমূল, একটিতে জিতেছে বামফ্রন্ট, একটিতে নির্দল প্রার্থী। দক্ষিণ ২৪ পরগণার ৬টি পুরসভার একটিতেও বিজেপি কোন ও আসনে জেতা তো দূরের কথা, অধিকাংশতেই তৃতীয় বা চতুর্থ স্থানে।

দিদি বিরোধী দলে থাকা ্অবস্থাতেও দক্ষিণ ২৪ পরগণা বরাবর তৃণমূলের পক্ষে রায় দিয়েছে। গত বিধানসভাতেও তৃণমূল জেলার সব কটি আসনেই জয় পেয়েছিল। পুরভোটেও তৃণমূলের সেই দাপট অব্যাহত থাকল।