West Bengal Municipal Elections Result Live: রাজ্যের ১০২টি পুরসভায় তৃণমূলের জয়জয়কার, ৩০টি পুরসভা বিরোধীশূন্য
TMC (Photo Credits: Facebook)

কলকাতা, ২ মার্চআজ বুধবার রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা (West Bengal Municipal Elections Result) । এই মুহূর্তে একটি দুটি করে ওয়ার্ডের ফলাফল প্রকাশ্যে আসছে। মোট প্রার্থী ৮ হাজার ১৬০ জন। সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা। কমিশন সূত্রে খবর, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকালই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পুরসভায় জিতেছে তৃণমূল কংগ্রেস। এদিকে ঘাটাল পুরসভার স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী বিজেপি ও কংগ্রেস। কারণ রবিবার রাতে সেখানে ঘণ্টা দেড়েকের জন্য সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। যদিও প্রশাসন এনিয়ে মুখে কুলুপ এঁটেছে।

  •  ১০৮টির মধ্য়ে ১০২ টি পুরসভা তৃণমূলের দখলে
  • ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল,
  • ৩০টি পুরসভা বিরোধীশূন্য।
  • দার্জিলিঙে জয়ী নির্দল।
  • তাহেরপুরের মানুষদের কৃতজ্ঞতা জানালেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
  • রানাঘাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে পরাজিত রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।
  • রানাঘাট পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জয়ী ১৯টিতে। একটি আসন বিজেপির।
  • রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ৯৫৫ ভোটে জয়ী নির্দল প্রার্থী।
  • ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৭টি ওয়ার্ডে জিতে দার্জিলিং পুরসভা দখল করল নতুন রাজনৈতিক দল হামের পার্টি।
  • পুরুলিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে পরাজিত বিজেপি প্রার্থী তথা বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়।
  • ১০৩টি পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • ৩১ টি পুরসভা বিরোধীশূন্য।
  • তৃণমূল ঝড়ে বিরোধীশূন্য নৈহাটি, বারাকপুর, হালিশহর, কাঁচড়াপাড়া ও বরানগর পুরসভা।
  • তৃণমূলের দখলে বাঁশবেড়িয়া পুরসভা।
  • ৯২ টি পুরসভায় তৃণমূল ঝড়।
  • ঝালদা পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • তাহেরপুর পুরসভায় জয়ী বামেরা। বামেদের দখলে ৮টি আসন। তৃণমূলের দখলে ৫টি আসন।
  • খড়গপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী হিরণ।
  • বহরমপুরে জয়ী তৃণমূল কংগ্রেস।
  • ভাটপাড়া পুরসভা তৃণমূলের দখলে।
  • ৮০টি পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • বারাসতে জয়ী তৃণমূল কংগ্রেস।
  • তৃণমূলের দখলে কামারহাটি পুরসভা।
  • ঘাটালে জয়ী তৃণমূল কংগ্রেস।
  • বেলডাঙা পুরসভায় ত্রিশঙ্কু।
  • টাকি পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • খড়গপুর পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • কাঁথি পুরসভায় তৃণমূলের জয়।
  • তমলুকে জয়ী তৃণমূল কংগ্রেস।
  • তৃণমূলের দখলে বাদুরিয়া পুরসভা।
  • বসিরহাটে তৃণমূলের জয়।
  • ধুলিয়ান পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস
  • চাকদা পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • উত্তরপাড়ায় জিতল তৃণমূল।
  • দার্জিলিং পুরসভা হামরো পার্টির দখলে।
  • গোবরডাঙায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • হালিশহর পুরসভা তৃণমূলের দখলে।
  • নৈহাটিতে জয়ী তৃণমূল কংগ্রেস।
  • তৃণমূলের দখলে ৪৬টি পুরসভা, কাঁচরাপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে জয়ী শুভ্রাংশু রায়।
  • কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিত সিনহার পরাজয়।
  • ৪৫টি পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • ফালাকাটা পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • তৃণমূলের দখলে আলিপুরদুয়ার পুরসভা।
  • ত্রিশঙ্কু  পুরুলিয়ার ঝালদা পুরসভা। এখানে ৫টি আসন তৃণমূলের দখলে। পাঁচটি আসন পেয়েছে কংগ্রেস। অন্যদের দখলে গেছে দুটি আসন।
  • অশোকনগড় কল্যাণগড় পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • বেলডাঙায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • আজিমগঞ্জ, জিয়াগঞ্জ পুরসভার দখলে তৃণমূল কংগ্রেস।
  • কাটোয়া, দাঁইহাট পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • মাল পুরসভা তৃণমূলের দখলে।
  • তারকেশ্বর, মহেশতলা, জয়নগর পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • হামরো পার্টির দখলে দার্জিলিংয়ের ১৪টি ওয়ার্ড।
  • জলপাইগুড়ি, ময়নাগুড়ি পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • নবদ্বীপ, কালিয়াগঞ্জ, ইংলিশ বাজার তৃণমূলের দখলে।
  • এখনও পর্যন্ত ২৮টি পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • তৃণমূলের দখলে ঝাড়গ্রাম পুরসভা।
  • পশ্চিম মেদিনীপুরেের ক্ষীরপাই পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • বীরভূমে পাঁচে পাঁচ, জয়জয়কার তৃণমূলের।
  • তৃণমূলের দখলে বারুইপুর পুরসভা।
  • গুসকরা পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • ডায়মন্ড হারবারে জয়ী তৃণমূল কংগ্রেস।
  • ওল্ড মালদায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • কান্দি পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • কোচবিহার পুরসভা জয়ী তৃণমূল কংগ্রেস।
  • রামপুরহাট পুরসভার দখল তৃণমূলের।
  • বোলপুর পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ও রামজীবন পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • বাঁকুড়ায় দুটি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
  • পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভায় জয়ী তৃণমূল।
  • হুগলির উত্তরপাড়ার কোতরং পুরসভার ২ ওয়ার্ড তৃণমূলের দখলে।
  • ডানকুনিতে ১টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
  • হুগলির বৈদ্যবাটিতে দুটি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
  • হুগলির কোন্নগরে দুটি ওয়ার্ডে জয়ী তৃণমূল।
  • জলপাইগুড়িতে দুটি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
  • কৃষ্ণনগরে দুটি ওয়ার্ডে জয়ী নির্দল।
  • জিয়াগঞ্জ পুরসভার তিনটি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
  • খড়দা পুরসভার পাঁচ ওয়ার্ডে এগিয়ে বাম প্রার্থীরা। একটিতে এগিয়ে কংগ্রেস।নির্দল এগিয়ে ১টিতে।
  • খড়দা পুরসভার সাতটি ওয়ার্ডে এগিয়ে শাসকদল।
  • ডালখোলায় ৩টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
  • হলদিবাড়ি পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।
  • বাঁকুড়ার সোনামুখির একটি ওয়ার্ড তৃণমূলের দখলে।
  • মুর্শিদাবাদে তিনটি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
  • মুর্শিদাবাদের কান্দিতে ১টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
  • কোচবিহার পুরসভার একটি ওয়ার্ডের দখল পেল নির্দল।
  • তুফানগঞ্জের তিনটি ওয়ার্ডে তৃণমূলের জয়।
  • কোচবিহার পুরসভার একটি ওয়ার্ড তৃণমূলের দখলে।
  • পুরুলিয়ার রঘুনাথপুরের দুটি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
  •  নয়টি ওয়ার্ডের মধ্যে ৫টিতে জিতে তৃণমূলের দখলে মেখলিগঞ্জ পুরসভা।
  • মাথাভাঙা পুরসভার দুটি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
  • সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে।