পুরুলিয়া, ৩০ ডিসেম্বর: পুরুলিয়ায় (Purulia) সিএএ (CAA) বিরোধী মিছিলে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। রাজ্যজুড়ে চলছে সিএএ ও এনআরসি (NRC) বিরোধী প্রতিবাদ (Protest) মিছিল (Rally)। জেলায় জেলায় বহু মানুষের সমর্থনের সঙ্গে নেতৃত্ব দিয়ে পায়ে পা মেলাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজ মিছিল শুরু করার আগে সিএএ বিরোধী ভাষণ দেন। সেখানে ছাত্রযুব সমাজকে আন্দোলন করার জন্য উদ্বুদ্ধ করেন। বিজেপি সরকারকে চরম নিন্দা করেন। বিজেপি গণতন্ত্রকে হত্যা করে যে একনায়কতন্ত্র চালাচ্ছে তা নিয়ে সরব হয়েছেন। এই মিছিলেও কাঁসর, ঘণ্টা বাজিয়ে শান্তিপূর্ণ মিছিল শুরু করে তিনি। তিনি আবারো জানিয়ে দেন যতদিন তিনি ক্ষমতায় রয়েছেন ততদিন এই দেশ থেকে কাউকে বের করতে দেবেন না। এই মুহূর্তে পুরুলিয়ায় নীলকুঠি ডাঙায় মিছিল পৌঁছেছে।
আজ তিনি বলেছেন, "১৮ বছরের ছেলে মেয়েদের ভোট দেওয়ার অধিকার আছে। আর ওরা আন্দোলন করতে পারবে না? ছাত্রছাত্রীদের ওপর অত্যাচার চালাচ্ছে বিজেপি সরকার। হোস্টেলে ঢুকে মারধর করছে তারা। এনআরসি করে দেশ থেকে তাড়ানোর চেষ্টা চলছে। আমাদের সাংসদদের লখনউতে ঢুকতে দেওয়া হল না। এদিকে বিজেপি রাজ্যে একের পর এক মিছিল করে চলেছে। তাহলে দেখুন গণতন্ত্র কোথায় আছে। এই আন্দোলন সব রাজ্যে হচ্ছে। এই আন্দোলন আপনার ঠিকানার আন্দোলন। সবাই একজোট হন, বিজেপিকে একা করে দিন।" তিনি আরও বলেন, সকলে একবার দেখে নিন ভোটার কার্ডে তাদের নাম সঠিক রয়েছে কিনা, এতটুকুই করুন। বাকিটা আমরা বুঝে নেব, দেশ থেকে কাউকে বের করতে দেব না এটাই আমাদের প্রতিজ্ঞা। আরও পড়ুন, 'বাড়িতে সার্ভে করতে গেলে তাদের ঝাঁটাপেটা করবেন!' দেশজোড়া সিএএ উত্তাপে বিতর্ক বাড়ালেন অনুব্রত মণ্ডল
West Bengal Chief Minister Mamata Banerjee continues protest against #CitizenshipAmendmentAct in Purulia. pic.twitter.com/yHn4uNgsJR
— ANI (@ANI) December 30, 2019
West BengaI CM Mamata Banerjee: I would like to request everyone to ensure that your names are there in voters list without any error. Just do this much. Hum ek bhi aadmi ko nikalne nahi denge, yeh humara wada hai. pic.twitter.com/NZRtXOAFtG
— ANI (@ANI) December 30, 2019
রাজ্য থেকে এই প্রতিবাদ জাতীয়স্তরে যাতে পৌঁছে যায় তার দাবি করেছেন। সর্বসাধারণের প্রাথমিক সমিস্যা মেটাক কেন্দ্র সরকার এটাই চান তিনি। নাগরিকত্বের প্রমাণের জন্য সকলের কাছে ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড করিয়েছে, আর কত কার্ড করতে হবে দেশে থাকতে গেলে ফের এই প্রশ্ন তোলেন তিনি। দেশের সরকার কী চায় জানতে চান তিনি।