কলকাতা, ২ অক্টোবর: আগামীকাল ভবানীপুর (Bhabanipur) উপনির্বাচনের ফল ঘোষণা (Bypoll Result 2021)। একই সঙ্গে ফল ঘোষণা হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে নির্বাচনের। সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হবে। ভবানীপুর আসনে ২১ রাউন্ড হবে গণনা হবে। ভোট গণনা হবে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। জঙ্গিপুরে ২৬ রাউন্ড ও সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে। নির্বাচন কমিশন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা করেছে। ভোর ৫টা থেকে ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোট গণনার সময় যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পাঁচ জন বা তার বেশি লোকের জমায়েত করা যাবে না। পাথর, আগ্নেয়াস্ত্র, আতসবাজি বা অন্য কোনও ধরনের বিস্ফোরক নিয়ে গণনাকেন্দ্রের কাছে ঘোরা যাবে না। নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আরও পড়ুন: WB Bypolls 2021: উপ নির্বাচনে ভবানীপুরে ভোট পড়েছে ৫৭ শতাংশ, ৩ কেন্দ্রের মধ্যে সামশেরগঞ্জে সর্বোচ্চ ভোটদান
তিন কেন্দ্রেই জয়ের বিষয়ে নিশ্চিত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপি ভবানীপুরে জয় নিয়ে আশাবাদী। তিন কেন্দের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে সামশেরগঞ্জে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই কেন্দ্রে সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৭৯.৯২ শতাংশ। অন্যদিকে ভবানীপুরে ভোট পড়েছে ৫৭.৯ শতাংশ। মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনে ভোটদানের হার ৭৭.৬৩ শতাংশ। নির্বাচন কমিশনের এক আধিকারিক সবাদসংস্থা পিটিআই-কে বলেন "তিন কেন্দ্রের মধ্যে ভবানীপুরেই সবচেয়ে কম ভোট পড়েছে। সামশেরগঞ্জে সর্বোচ্চ ভোটদান হয়েছে। তিন কেন্দ্রে মোট ভোটার ছিল ৬ লাখ ৯৭ হাজার ১৬৪ জন।"
ভবানীপুর কেন্দ্রে লড়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির (BJP) প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ বামেদের হয়ে লড়াইয়ের ময়দানে ছিলেন শ্রীজীব বিশ্বাস৷ বাম, তৃণমূল (TMC), বিজেপির পাশাপাশি এই কেন্দ্র থেকে আরও ৯ জন প্রার্থী লড়াই করেছেন। জঙ্গিপুর থেকে তৃণমূলের হয়ে লড়েছেন জাকির হোসেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন সুজিত দাস। সামশেরগঞ্জে তৃণমূলের হয়ে লড়েছেন আমিরুল ইসলাম। এই কেন্দ্রে তাঁর লড়াই ছিল বিজেপি-র মিলন ঘোষের সঙ্গে।