West Bengal BJP MLAs protest (Photo Credit: X@ANI)

বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির বক্তব্যকে বিধানসভার রেকর্ড থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন উত্তাল হয়ে ওঠে। উল্লেখ্য সভার প্রথমার্ধে পয়েন্ট অফ অর্ডারে বিধায়ক অশোক লাহিড়ী জানান,এর আগের দিন তার বক্তব্যকে বিধানসভার রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তিনি কোন আপত্তিজনক ও অবমাননাকর বক্তব্য রাখেননি। তাই এই ধরনের ঘটনা বিধানসভার মর্যাদার হানিকর বলে তিনি অভিযোগ করেন। সেই সময় শাসক দলের সদস্যদের সঙ্গে বিজেপি পরিষদীয় দলের সদস্যদের মতবিরোধ শুরু হয়। বিজেপি বিধায়করা কাগজ ছিঁড়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখায়। সেই সময় অধ্যক্ষ বিধায়ক অগ্নিমিত্রা পাল, শংকর ঘোষ, মনোজ ওঁরাও এবং দীপক বর্মনকে (MLAs Dipak Burman, Shankar Ghosh, Agnimitra Paul and Manoj Oraon ) সাসপেন্ড করেন। সেই সময় বিজেপি পরিষদীয় দল বিক্ষোভ দেখালে তাদের মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়। ধস্তাধস্তিতে দলের মুখ্য সচেতক শংকর ঘোষের চশমা ও ঘড়ি ভেঙে যায়। এর প্রতিবাদে পরিষদীয় দলের সদস্যরা বাইরে এসে বিক্ষোভ দেখান।

ওই ঘটনার কিছু সময় পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় এসে সরাসরি অধ্যক্ষের কাছে গিয়ে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। অধ্যক্ষ কোন পদক্ষেপ না নেওয়ায় পুনরায় পরিষদীয় দলের সদস্যরা অধিবেশন কক্ষে গিয়ে বিক্ষোভ দেখান এবং পরে ওয়াক আউট করে বাইরে এসে বিক্ষোভ দেখান।

বিজেপি পরিষদীয় দলের সদস্যদের বিক্ষোভ-

এই ঘটনার প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাগ দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়করা। সূত্রের খবর ওই চার বিধায়কের সঙ্গে বিধায়ক মিহির গোস্বামীকেও সাসপেন্ড করা হয়েছে।