কলকাতা, ১৫ সেপ্টেম্বর: সোম ও মঙ্গলবার টানা বর্ষণের পর বুধবার সকাল থেকে এখনও বৃষ্টি (Monsoon) পড়েনি৷ তবে আকাশে মেঘের ঘনঘটা৷ আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে৷ তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে৷ এদিকে মঙ্গলবার দিনভর ও রাতে ভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হুগলির রিষড়া, উত্তরপাড়া, শ্রীরামপুরের বিভিন্ন রাস্তা৷ একই অবস্থা হাওড়াতেও৷ সালকিয়া, রামরাজাতলা, লিলুয়ার রাস্তায় এত জল জমে আছে যে কোনটা রাস্তা, আর কোনটা নদী আলাদা করা যাচ্ছে না৷ স্থানীয়দের অভিযোগ হাওড়া পুরসভায় জানিয়েও কোনও লাভ হয়নি৷ টানাবৃষ্টি জলযন্ত্রমার ছবি শহর কলকাতাতেও৷ আরও পড়ুন-Zomato Co-Founder Gaurav Gupta Resigns: সহকারী প্রতিষ্ঠাতার পদে ইস্তফা, গৌরব গুপ্তাকে ধন্যবাদ জোম্যাটো কর্তার
উত্তর থেকে দক্ষিণ, জলযন্ত্রণার ছবি সর্বত্র৷ ঠনঠনিয়া, মুক্তারামবাবু স্ট্রিট, আর্মহার্স্ট স্ট্রিট, সিআর অ্যাভিনিউ, নিউটাউনে জল থৈ থে অবস্থা৷ তবে এবার আশার আলো দেখাচ্ছে আবহাওয়া দপ্তর৷ বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে৷ নিম্নচাপের জেরে সপ্তাহান্তে ফের বৃষ্টি হতে পারে৷ তবে আগামী কাল থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি৷ পুজোর আগেভাগে ভরাবর্ষণে ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা৷ পুজোর কেনাকাটায় বাদ সেধেছে টানা বৃষ্টি৷ এমনিতই করোনায় বাজার বলতে তেমন কিছু নেই৷ তাতে জুড়েছে বৃষ্টি৷ অসুস্থ হওয়ার ভয়ে উৎসবপ্রিয় বাঙালি কেনাকাটা থেকে মুখ ফিরিয়েছে৷
কুমোরটুলির চেহারাও কতকটা তাই৷ এবার তেমনভাবে ঠাকুর তৈরির বায়না আসেনি৷ তায় বৃষ্টি অসুরের বাড়াবাড়িতে যতটুকু কাজ হচ্ছে, তার শুকোনোর কোনও রাস্তা নেই৷ সবমিলিয়ে প্রকৃতির সামনে নিদারুণ অসহায় মানুষ৷