কলকাতা, ৭ সেপ্টেম্বর: অন্ধ্রপ্রদেশের উত্তরে ও ওড়িশার দক্ষিণে তৈরি হওয়া নিম্নচাপ এবং রাজস্থান থেকে ওড়িশা হয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা৷ এহেন জোড়া ফলায় রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি (West Bengal Monsoon)৷ সোমবার বিকেল থেকেই থমথমে আকাশ৷ রাত নামলে দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিও হয়৷ ভোর থেকে বেড়েছে সেই বৃষ্টির পরিমাণ৷ মাঝে মাঝে মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি নামছে৷ বেলা বাড়তে রোদ্দুরের আভাস দেখা গেলেও মেঘের বাহুল্যে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি৷ ফের শুরু হয়েছে বৃষ্টি৷ আকাশের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে সহজে এই আবহাওয়া কাটবে না৷ এদিকে সকালে থেকেই বৃষ্টি ভিজছে শহর কলকাতা৷ আরও পড়ুন-Madhya Pradesh: বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে ৬ নাবালিকাকে নগ্ন করে ঘোরানো হল গোটা গ্রাম!
আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এদিন সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ১৭.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। তাতে ঠনঠনিয়া, কালাকার স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, সুকিয়া স্ট্রিট, মহাত্মাগান্ধী রোডে জল জমেছে৷ দিনভর বৃষ্টি চললে উত্তর ও দক্ষিণের বিস্তীর্ণ এলাকা যে জলের তলায় চলে যাবে, তাতে কোনও সন্দেহ নেই৷ আজ আবার ভরা কোটাল, তাই এখনই জল নামার কোনওরকম সম্ভাবনা নেই৷ তবে কলকাতা শুধু নয়, এদিনের বৃষ্টিতে ভিজছে উত্তর দক্ষিণ দুই বঙ্গ-ই৷ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, হাওড়া ও হুগলিতে ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে৷
একই সঙ্গে উত্তরের পাহাড় লাগোয়া জেলা কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও চলবে দিনভর বৃষ্টি৷ সঙ্গে ঝোড়ো হাওয়া৷ আগামী কালও আবহাওয়ার পরিবর্তনের কোনও আভাস দেয়নি হাওয়া অফিস৷ উল্টে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপের সম্ভাবনা দেখা দেওয়ায় রবিবার পর্যন্ত বর্ষণ মুখর থাকবে রাজ্য৷