দামোহ (মধ্যপ্রদেশ), ৭ সেপ্টেম্বর: বৃষ্টি নেই, আকাশে মেঘের দেখাও মেলে না৷ খাল, বিল শুকিয়েছে৷ শেষমেশ দেবতাকে তুষ্ট করতে একদল নাবালিকাকে (Minor girls) নগ্ন করে ঘোরানো হল গোটা গ্রাম৷ শুধু গ্রাম ঘোরানোই নয়, ওই নাবালিকারা দোরে দোরে গিয়ে ভিক্ষাও করল৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মদ্যপ্রদেশের (Madhya Pradesh) দামোহ (Damoh) জেলার এক আদিবাসী অধ্যুষিত গ্রামে৷ ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে বছর পাঁচেকের ৬ নাবালিকাকে নগ্নাবস্থায় ঘোরানো হ্চ্ছে গ্রাম৷ তারা গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে ময়দা, ডাল ও খাদ্যশষ্য ভিক্ষা করে আনছে৷ নাবালিকার দলের পিছনে গান গেয়ে চলেছে একদল গৃহবধূ৷ ভাইরাল ভিডিও দেখে নড়েচড়ে বসেছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিটি (NCPCR)৷ ইতিমধ্যেই দামোহ জেলা প্রশাসনের কাছে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে৷ আরও পড়ুন-RSS chief Mohan Bhagwat: ‘প্রত্যেক ভারতীয়ই হিন্দু’, কী বললেন মোহন ভাগবত? (দেখুন ভিডিও)
ভিডিওতে দেখা যাচ্ছে, নগ্ন নাবালিকাদের কাঁধে রয়েছে কাঠের পাটাতন৷ তাতে একটি ব্যাঙ-কে শক্ত করে বেঁধে রাখা হয়েছে৷ ইতিমধ্যেই জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনকে রিপোর্ট জমা করার বিষয়টি স্বীকার করেছেন দামোহর জেলাশাসক এস কৃষ্ণ চৈতন্য। তিনি বলেন, নাবালিকাদের বাড়ির লোকের ইচ্ছেতেই এই রীতি পালন করা হয়েছে৷ এটি যে এক ধরনের কুসংস্কার, তা জানানোর জন্য তাঁদের মধ্যে সচেতনতা আনার বন্দোবস্ত করা হবে৷ অন্যদিকে দামোহর পুলিশ সুপার ডিআর তেনিয়ার জানিয়েছে, ওই ৬ নাবালিকাকে যদি ইচ্ছের বিরুদ্ধে নগ্ন করে ঘোরানো হয়, এবং তার প্রমাণ মেলে, তাহলে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে৷