West Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাড়ছে হাওয়া, তবে তাপপ্রবাহ থেকে মুক্তি নেই বঙ্গবাসীর
Heatwave | Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ৩০ মার্চ: রাজ্যে দ্বিতীয় দফার ভোট আসন্ন। এদিকে গরমের পারদ চড়ছে তরতরিয়ে। শুষ্ক গরমে দিশেহারা রাজ্যবাসী। বৃষ্টির তো কোন ছাড় কালবৈশাখীর দেখা এখনও পাওয়া গেল না। ঘড়ির কাঁটা দশটার ঘরে যেতে না যেতেই বাড়ির বাইরে পা রাখা দুস্কর হয়ে উঠেছে। বরুণ দেবের তীব্র তেজে চোখে ধাঁধা লাগার জোগাড়। এবার অন্তত ঝরে পড়ুক বাড়িধারা এমনটা যখন সবাই চাইছেন, তখন মঙ্গলবারের আকাশে মেঘের দেখা মিলল। আরও  পড়ুন-WB Assembly Elections 2021: শেষবেলার প্রচারে নন্দীগ্রামে মমতা, ঝড় তুলতে আসছেন শাহ

রোদ্দুর বা গরমের কমতি নেই, তবে হাওয়ায় রয়েছে। যা খরতাপে দগ্ধ বঙ্গবাসীকে সাময়িক স্বস্তি দিচ্ছে (West Bengal Weather Update)। আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, এই সপ্তাহে আকাশে মেঘেদের আনাগোনা বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। সোমবার শহরের তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি ছিল গতকাল। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল ৭৮ এবং ৬৩ শতাংশ। ঠান্ডা হাওয়ায় আমেজ থাকলেও, বৃষ্টিপাত হয়নি। অসহ্য দাবদাহে রীতিমতো কোণঠাসা বাঙালি। ভোটের আবহে নমো নমো করে কেটেছে দোল উৎসব। করোনাকালে উৎসবের উপরে পড়েছে কালো ছায়া। তবে গরমের মাঝেও ঠান্ডার আমেজের নেপথ্যে রয়েছে আফগানিস্তানের উপরে পশ্চিমি ঝঞ্ঝা। মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ ভারতেও ঘূর্ণাবর্তের পূর্বাভাস মিলেছে। এর জেরে আকাশে মেঘ জমলেও এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা বঙ্গে নেই।