WB Assembly Elections 2021: ‘দিদি ও দিদি আপনার খেলা শেষ, বিকাশ আরম্ভ হবে,’ নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

ভাঙড়া, ১৮ মার্চ:  “আপনারা কেমন আছেন? আমি এই রাঙা মাটির দেশে পা রেখে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। এটা এমনই একটি জেলা যেখানে অযোধ্যা পাহাড় আছে। সীতাকুণ্ড আছে। শোনা যায়, বনবাসে যাওযার পথে সীতার যখন পিপাসা পেয়েছিল, তখন পায়ের ধাক্কায় এখানেই কুণ্ড তৈরী করেন রামচন্দ্র। অযোধ্যা নামে এখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে। পুরুলিয়ায় অনেক বড় সমস্যা জলসংকট। তৃণমূল ও বাম সরকার পুরুলিয়াকে জলসংকট দিয়েছে। চাষপাসে পরিমাণ মতো জল পাওয়া যায় না। এর জবাবা কে দেবে দিদি? দিদি এখানকার লোক জবাব চাইছে। বছরের বছর ধরে একটা সেতুও তৈরি করতে পারল না তৃণমূল। এখন বলছে উন্নয়নের কথা। বাংলায় ডবল ইঞ্জিনের সরকার হবে। এখানে বিকাশ হবে। আপনাদের জীবনধারণ অনেক সহজ হয়ে যাবে।” পুরুলিয়ার ভাঙড়া থেকে এভাবেই বার্তা দিলেন নরেন্দ্র মোদি।

তিনি আরও বলেন, “যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় এসেছে সেখানে শয়ে শয়ে মাইল জলের পাইপ লাইন বসেছে, দিঘি তৈরি হয়েছে। জল সংকট দূর হওয়ায় কৃষকরা বিভিন্ন ধরনের ফসল ফলানোর সুযোগ পাচ্ছে। পুরুলিয়ায় উন্নয়নের অনেক সম্ভাবনা রয়েছে। রেলের কাজ শুরু হলে অনেক কর্মসংস্থান হবে। দলিত আদিবাসীদেরও কর্মসংস্তানের বন্দোবস্ত হবে। ছৌ শিল্পী, হস্তশিল্পের সঙ্গে যুক্তদের জন্য কর্মসংস্থানের বন্দোবস্ত হবে। মা মাটি মানুষের কথা বলা দিদির যদি উপজাতিদের প্রতি মমতা হত তাহলে এমন ঘটনা ঘটত না। দিদির জনতা মাওবাদীদের হিংসা ছড়াতে উদ্দীপ্ত করে। কয়লা মাফিয়া, বালি মাফিয়ারা কার থেকে সহযোগিতা পেয়েছে। অত্যাচার অনেক করেছো দিদি। ভয় দেখানোই তোমার অস্ত্র। রুখে দাঁড়াবে এবার বাংলার মানুষ। মা দুর্গার আশীর্বাদে তোমায় এবার করবে পরাস্ত। এবার নির্বাচনে বাংলায় সিন্ডিকেটরাজ কাটমানি রাজ শেষ হবে। পশ্চিমবাংলায় তৃণমূলের দিন হাতে গোনা তা মমতা দিদিও জানেন। তাই বলছেন খেলা হবে। খেলা হবে। বিজেপি বলে চাকরি হবে।” আরও পড়ুন-WB Assembly Elections 2021: কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়, মোদির আশীর্বাদ নিতে চললেন পুরুলিয়ায়

প্রধানমন্ত্রী এদিন মমতাকে কটাক্ষ করে বলেন, “দিদি বলে খেলা হবে। বিজেপি বলে বিকাশ হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে শিক্ষা হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে মহিলাদের উন্নয়ন হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে যুবদের বিকাশ হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে স্কুল হবে। দিদি ও দিদি আপনার ভাই বোনদের চিন্তার খেলা আপনি দশ বছর খেলেছেন। খেলা শেষ হবে বিকাশ আরম্ভ হবে।”