কলকাতা, ২১ ফেব্রুয়ারি: প্রয়াত প্রখ্যাত সুরকার গীতিকার পণ্ডিত অভিজিৎ বন্দ্য়োপাধ্যায় (Pandit Abhijit Bandyopadhyay)। ভাষা দিবসের সকালে বাংলা গানের এমন জনপ্রিয় সুরকারের প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের শিল্পী মহল। মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, আশা ভোঁসলে, তাঁর সুরে কালজয়ী সব গান গেয়েছেন এই শিল্পীরা। এদিন সকালে তাঁর মৃত্যুর খবর পেয়েই ভেঙে পড়েন অরুন্ধতী হোমচৌধুরী। তিনি বলেন, ‘‘আমাদের সময় যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। একে একে চলে যাচ্ছেন গীতিকার, সুরকার, শিল্পীরা। আমার বহু ছবির গানের সুরকার অভিজিৎদা। ওঁর সুরে আশা ভোঁসলে গেয়েছিলেন ‘ও পাখি উড়ে আয়।’ সুবীর সেনের কণ্ঠে জনপ্রিয় হয়েছিল, ‘নয় থাকলে আরও কিছুক্ষণ’-এর মতো গান। আমরা অভিভাবকহীন হয়ে পড়ছি।’’ আরও পড়ুন-Mekapati Gowtham Reddy Dies: হৃদরোগ কাড়ল প্রাণ, ৪৯-এ প্রয়াত অন্ধ্রপ্রদেশের তথপ্রযুক্তি মন্ত্রী মেকাপাতি গৌথম রেড্ডি
এমন আচমকা দুঃসংবাদে শোক প্রকাশের ভাষা হারিয়েছেন সৈকত মিত্র। আর প্রিয় মেসো মশাইয়ের মৃত্যুতে শোকে মুহ্যমান রূপঙ্কর বাগচী জানালেন, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মাঝে মাঝে সেকারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছিল। কয়েকদিন আগে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেচেন। আর ২১ ফেব্রুয়ারির সকালেই এল দুঃসংবাদ। না ফেরার দেসে চলে গেলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।