হায়দরাবাদ, ২০২১: মাত্র ৪৯ বছর বয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অন্ধ্রপ্রদেশের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মেকাপাতি গৌথম রেড্ডি (Mekapati Gowtham Reddy)। সোমবার সকালে বাড়িতেই জ্ঞান হারান মন্ত্রী। তৎক্ষণাৎ তাঁকে জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দু'দিন আগে দুবাই থেকে দেশে ফিরেছিলেন তিনি। সেখানে দুবাই এক্সপো-তে যোগ দিয়েছিলেন প্রয়াত মন্ত্রী। রেখে গেলেন স্ত্রী ও এক পুত্র এবং কন্যাকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে। সোমবার সকালে সাতটা বেজে ৪৫ মিনিটে নিজের বাসভবনে আচমকা জ্ঞান হারান মেকাপাতি গৌথম রেড্ডি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন মন্ত্রীর হৃদপিণ্ডের গতি থমকে গেছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। আরও পড়ুন-Ranveer Singh Meets LeBron James: লস অ্যাঞ্জেলস কিং লেব্রন জেমসের মুখোমুখি রণবীর সিং (দেখুন ছবি)
এরপর কার্টিাক সাপোর্ট, CPR সমস্ত কিছুর ব্যবস্থা করেও আশার খবর শোনাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। টানা ৯০ মিনিটি CPR দেওয়া হয়েছে। আনুমানিক সকাল ৯.১৬ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।