কলকাতা, ৩ সেপ্টেম্বর: সরকারি বোনাস মন্তব্য করে এবার বক্তব্য পালটাতে হল কাঞ্চন মল্লিককে (Kanchan Mullick)। সরকারি চাকরিজীবীদের বোনাস এবং চিকিৎসকদের (Doctor) নিয়ে যে মন্তব্য তৃণমূল কংগ্রেস বিধায়ক বলেন, তার থেকে ১৮০ ডিগ্রি ঘুরতে হয়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে কাঞ্চন মল্লিক বলেন, তিনি যা বলেছেন, তার জন্য 'লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী'। চিকিৎসকদের যে আন্দোলন চলছে, তা সঙ্গত। সে বিষয়ে কোনও মন্তব্য তিনি করতেই চাননি। তবে যে পরিস্থিতিতে তিনি সেদিন ওই বক্তব্য রাখেন, সেই প্রসঙ্গেরও অবতারণা করেন টলিউডের (Tollywood) অভিনেতা, বিধায়ক। ফলে যে কথা তিনি বলেছেন, তার জন্য 'দুঃখিত' বলেও জানান কাঞ্চন মল্লিক। তাঁর বাড়িতেও মা, স্ত্রী, সন্তান রয়েছেন। তাই তিনি অনুভব করতে পারেন যে কী পরিস্থিতিতে চিকিৎসকরা তাঁদের প্রতিবাদ চালাচ্ছেন। ফলে তাঁর বক্তব্যের জন্য দুঃখিত, লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী বলে নিজের ভিডিয়োতে মন্তব্য করেন কাঞ্চন।
আরও পড়ুন: RG Kar Hospital: 'চিকিৎসকের দেহ রক্তে মাখামাখি ছিল, তাঁকে ফাসানো হচ্ছে', দাবি Sanjay Roy-এর, রিপোর্ট
নিজের ভিডিয়োতে কাঞ্চন মল্লিক কী বললেন শুনুন...
রবিবার তৃণমূল কংগ্রেসের এক মঞ্চ থেকে কাঞ্চন মল্লিক বলেন, অনেক সরকারি কর্মচারী কর্ম বিরতি করছেন। তাঁরা সরকারি চাকরি করে বেতন ও বোনাস নেবেন তো? না সেটাও প্রত্যাহার করবেন? কাঞ্চনের ওই বক্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে তুমুল কটাক্ষের মুখে পড়তে হয় তৃণমূল বিধায়ককে। তিনি কীভাবে এই মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সাধারণ মানুষ। এমনকী কাঞ্চন মল্লিকের টলিউডের সতীর্থরাও একাধিক প্রশ্ন তোলেন। সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা সুজয় নীল ঘোষণা করেন, তাঁরা আর কাঞ্চনের সঙ্গে কাজ করবেন না।
রবিবারের মন্তব্যের জন্য কাঞ্চন যখন একের পর এক কটাক্ষের মুখে পড়েন, সেই সময় সোমবার রাতে একটি ভিডিয়ো পোস্ট করে, সেখানে ক্ষমা চাইতে দেখা যায় অভিনেতা, বিধায়ককে।