কলকাতা, ২০ অক্টোবর: বিজেপির পর এবার রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। কোনওরকম চমকে পথে না হেঁটে স্থানীয় নেতাদেরই প্রার্থী করল রাজ্যের শাসক দল। আরজি কর কাণ্ডের পর রাজ্যের প্রথম ভোট রাজ্যের সব কটি দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। আগামী ১৩ নভেম্বর রাজ্যের যে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে তাদের মধ্যে ৫টি-ই তৃণমূলের দখলে। একমাত্র মাদারিহাটে জিতেছিল বিজেপি। কঠিন সময়ে মূলত গড়রক্ষার লড়াইয়ে নেমে তারকা নয়, স্থানীয় প্রার্থীতেই জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার পর হওয়া মানিকতলা, বাগদা, রানাঘাট, ও রায়গঞ্জে হওয়া বিধানসভা নির্বাচনের সব কটাতেই বড় ব্যবধানে জিতেছিল তৃণমূল। এবার দিদির লক্ষ্য ৬-য়ে ৬। কিন্তু ভোটাররা কি মমতার সঙ্গে থাকবেন?
সাংসদ হওয়া জুন মালিয়ার ছেড়ে যাওয়া মেদিনীপুরে সুজয় হাজরাকে প্রার্থী করল তৃণমূল। এই আসনে বিজেপির প্রার্থী হলেন শুভজিত রায়। বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের ইস্তফায় খালি হওয়া নৈহাটিতে সনৎ দে-কে টিকিট দিলেন মমতা। তিনি হলেন নৈহাটির টাউন তৃণমূলের ব্লক সভাপতি। আরও পড়ুন-অগ্নিপরীক্ষার উপনির্বাচনে দিলীপ ঘোষকে দাঁড় করাল না বিজেপি, মাদারিহাটি প্রার্থী রাহুল লোহারকে
বসিরহাটের প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেড়ে যাওয়া হাড়োয়া-তে তৃণমূল প্রার্থী হলেন শেখ রবিবুল ইসলাম। বাঁকুড়ার তালডাংরায় প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। লোকসভা ভোটে বাঁকুড়ায় কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে হারিয়েছিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। অরূপের পদত্যাগের পর তালডাংরা বিধানসভা আসনটি খালি হয়। কোচবিহারের সিতাইয়ে তৃণমূলের প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায়। আর বিজেপির দখলে থাকা মনোজ টিগ্গার মাদারহাটে তৃণমূলের টিকিট পেলেন জয়প্রকাশ টোপ্পো। ২০২১ বিধানসভায় মাদারিহাটে বিজেপি-র মনোজ টিগ্গা প্রায় সাড়ে ২৯ হাজার ভোটে জিতেছিলেন। ক মাস আগে হওয়া লোকসভা ভোটেও মাদারিহাট থেকে বড় লিড পেয়েছিল বিজেপি। মাদারিহাটে কখনও জিততে পারেনি তৃণমূল।
তৃণমূলের প্রার্থী তালিকা
TMC releases a list of 6 candidates for the by-election to West Bengal Assembly elections. pic.twitter.com/gHsKfJwMXA
— ANI (@ANI) October 20, 2024
রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থীরা--
মেদিনীপুর: সুজয় হাজরা
নৈহাটি: সনত দে
হাড়োয়া: শেখ রবিবুল ইসলাম
তালডাংরা: ফাল্গুনী সিংহবাবু
সিতাই: সঙ্গীতা রায়
মাদারিহাট: জয়প্রকাশ টোপ্পো
দ্বৈরথে কারা
মেদিনীপুর: সুজয় হাজরা (তৃণমূল) বনাম শুভজিত রায় (বিজেপি)
নৈহাটি: সনত দে (তৃণমূল) বনাম রুপক মিত্র (বিজেপি)
হাড়োয়া: শেখ রবিবুল ইসলাম (তৃণমূল) বনাম বিমল দাস (বিজেপি)
তালডাংরা: ফাল্গুনী সিংহবাবু (তৃণমূল) বনাম অন্যানা রায়চৌধুরী (বিজেপি)
সিতাই: সঙ্গীতা রায় (তৃণমূল) বনাম দীপক কুমার রায় (বিজেপি)
মাদারিহাট: জয়প্রকাশ টোপ্পো (তৃণমূল) বনাম রাহুল লোহার (বিজেপি)
ভোটগ্রহণ: ১৩ নভেম্বর, ভোটের ফল: ২৩ নভেম্বর