JP Nadda and Sukanta Majumdar. (Photo Credits: FB)

কলকাতা, ১৯ অক্টোবর: রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ-কে মেদিনীপুরে হতে চলা আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করল না বিজেপি। দিলীপকে নিয়ে চলা জল্পনা উড়িয়ে ১৩ জুন হতে চলা উপনির্বাচনে শুভজিৎ রায়-কে মেদিনীপুরে টিকিট দিল পদ্ম শিবির। জুন মালিয়া সাংসদ হওয়ায় মেদিনীপুর বিধানসভা আসনটি খালি হয়েছে। ২০১৯ থেকে পাঁচ বছর মেদিনীপুরের সাংসদ ছিলেন দিলীপ। তাঁর আগে তিনি ছিলেন খড়গপুরের বিধায়ক। চলতি বছর হওয়া লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ-কে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। আর দিলীপের পরিবর্তে তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে অগ্নিমিত্রা-কে প্রার্থী করে বিজেপি। কিন্তু দুটো লোকসভা আসনেই বড় হেরেছিল বিজেপি। আলিপুরদুয়ারে জিতে সাংসদ হওয়া মনোজ টিগ্গা-র ছেড়ে যাওয়া মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন রাহুল লোহার। এই মাদারিহাট বিধানসভায় কখনও জিততে পারেনি তৃণমূল। ২০২১ বিধানসভা নির্বাচনে মাদারিহাটে বিজেপির মনোজ টিগ্গা সাড়ে ২৯ হাজার ভোটে হারিয়েছিলেন তৃণমূলের রাজেশ লাকরা-কে। ২০২৪ লোকসভায় এই কেন্দ্রে বড় লিড ছিল বিজেপির মনোজ টিগ্গা-র।

বারাকপুর লোকসভায় অর্জুন সিং-কে হারিয়ে সাংসদ হওয়া পার্থ ভৌমিকের ছেড়ে যাওয়া নৈহাটি বিধানসভা উপনির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী করা হল রুপক মিত্র-কে। কোচবিহারের সিতাই বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী করা হয়েছে দীপক রায়-কে।

তিন বছর আগে হওয়া নির্বাচনে সিতাইয়ে ১০ হাজার ভোটে জিতেছিলেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বাঁশুনিয়া। চলতি বছর লোকসভা নির্বাচনে তিনি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক-কে হারিয়ে সাংসদ হওয়ায় বিধায়ক পদ ছাড়েন। ২০০৬ থেকে টানা তিনটি বিধানসভা নির্বাচনে সিতাইয়ে জিতেছিলেন কংগ্রেসের কেশব চন্দ্র রায়। তবে ২০২১ বিধানসভা নির্বাচনে তিনি মাত্র ১.৬৬ শতাংশ ভোট পান। এবার সিতাইয়ে কংগ্রেস প্রার্থী সুকমল বর্মন-কে। বাঁকুড়ার তালডাংরায় বিজেপির প্রার্থী করা হয় অন্যানা রায়চৌধুরী-কে।

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির

আরজি কার কাণ্ডের পর রাজ্যে প্রথমবার হতে চলেছে উপনির্বাচন। খাস কলকাতার সরকারী হাসপাতালে খুন-ধর্ষণের ঘটনা ও তা চাপা দেওয়ার প্রশাসনিক ষড়যন্ত্রের অভিযোগে ব্যাপক আন্দোলন করছে বিরোধী শিবির। আরজি করে ধর্ষণ কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে জনমনে ঠিক কতটা ক্ষোভ রয়েছে তার একটা আঁচ পাওয়া যাবে আগামী ১৩ নভেম্বর হতে চলা রাজ্যের ৬টি কেন্দ্রের বিধানসভা নির্বাচনে। আর তাই এই উপনির্বাচন রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে খুবই গুরুত্বপূর্ণ। লোকসভায় বাংলায় বড় ধাক্কা খাওয়ার পর মানিকতলা, বাগদা সহ ৪টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে হেরে পর্যদুস্ত হয় বিজেপি।

এবার নৌহাটি, মেদিনীপুর সহ ৬ বিধানসভা আসনের উপনির্বাচনে নিজেদের প্রমাণ করতে আগেভাগে প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির। সবার আগে নৈহাটি, মেদিনীপুর, হাডো়য়া, তালডাংরা, মাদারিহাট ও সিতাইয়ে হতে চলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থীদের তালিকা প্রকাশ করল বিজেপি। এই ৬টি আসনের মধ্যে বিজেপির দখলে আছে শুধু উত্তরবঙ্গের মাদারিহাট। বাকি পাঁচটিই তৃণমূলের দখলে। আর বছর দেড়েক বাদে হতে চলা বিধানসভা নির্বাচনে দিদিকে হারাতে হলে উপনির্বাচনে চমক দেখাতে হবেই বিজেপিকে। আরজি কর কাণ্ডের মাঝে বিরোধীদের অনুকুল জমিতে বিজেপি ফুল ফোটাতে পারে কি না সেটাই দেখার।

আসন্ন বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীরা

মেদিনীপুর: শুভজিত রায়

নৈহাটি: রুপক মিত্র

সিতাই (সংরক্ষিত): দীপক কুমার রায়

হাড়োয়া: বিমল দাস

মাদারিহাট (সংরক্ষিত): রাহুল লোহার

তালডাংরা: অন্যানা রায়চৌধুরী