কলকাতা, ২৩ সেপ্টেম্বর: জামিনের নির্দেশের পর অবশেষে মুক্তি। সব আইনি প্রক্রিয়া শেষ করে তিহার জেল থেকে বের হলেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। শুক্রবারই দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতে অনুব্রতকে জামিন দিয়েছিল। কিন্তু জামিনের কাগজ পত্র সংক্রান্ত জটিলতার কারণে এদিন জেল থেকে মুক্তি পেলেন কেষ্ট। ইডি-র করা গরু পাচার মামলায় জামিন পেয়ে জেল থেকে বের হয়ে কেষ্টর মুখে স্বস্তির হাসি। মেয়ে সুকন্যা মণ্ডলের হাত ধরে হলুদ রঙের টি-শার্ট পরে তিহার জেলের তিন নম্বর গেট থেকে বের হলেন অনুব্রত। মেয়ে সুকন্যা মণ্ডলও এই মামলায় সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন।
২০২২ সালের অগাস্টে গরু পাচার মামলা অনুব্রত মণ্ডলকে বীরভূমে তার বাড়ি থেকে গ্রেফতার করেছিল CBI । শুরুতে কয়েকটা দিন আসানসোলের জেলে রাখার পর ২০২৩ সালের ২১ মার্চ থেকে কেষ্ট ছিলেন তিহার জেলে। কেষ্টর পর তাঁর মেয়ে সুকন্য়া মণ্ডলকেও একই মামলায় গ্রেফতার করা হয়। আরও পড়ুন-বাংলা ডুবছে, অথচ ওরা কিছুই করছে না, বন্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা
দেখুন তিহার জেল থেকে বের হচ্ছেন অনুব্রত মণ্ডল
#WATCH | Delhi | TMC's Anubrata Mondal released on regular bail from Delhi's Tihar jail in a money laundering case related to the West Bengal cattle smuggling scam. pic.twitter.com/Grd5iZvxsG
— ANI (@ANI) September 23, 2024
এরপর বাবা-মেয়ে কয়েকবার জামিনের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি। প্রভাবশালী ও মূল অভিযুক্ত যুক্তিতে অনুব্রতর জামিন খারিজ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা অনেক চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ইডি, সিবিআই দুটি মামলাতেই অনুব্রতকে জামিনের সিদ্ধান্ত নেয় দিল্লির আদালত।