Calcutta High Court (Photo Credits: Wikimedia commons)

কলকাতা: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের (NBMCH) ৭ পড়ুয়া চিকিৎসকের ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আরজি করের পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচারের’ (Threat Culture) অভিযোগ ওঠে। অভিযোগ উঠেছিল ৭ পড়ুয়া চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ তাঁদের পরীক্ষায় বসতে না দেওয়ার নির্দেশ দিয়েছিল। কলেজ কর্তৃপক্ষের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন পড়ুয়ারা। আদালতে আজ শুনাতিতে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, বুধবার থেকে ক্লাস করতে পারবেন ওই ৭ জন পড়ুয়া। তাঁরা পরীক্ষাতেও বসতে পারবেন।

এদিকে, আরজি কর কাণ্ডের ১০০ দিন পেরিয়ে গেলেও এখনও বিচার মেলেনি। তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা আদালতে বিচার প্রক্রিয়া চলছে। সূত্রে খবর ময়না তদন্তের ভিডিও গ্রাফি করা ব্যক্তির আজ বয়ান শুনতে পারেন বিচারক।