Representative Image( credit-IANS)

কলকাতা, ৭ জুলাই: রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের বেশ কয়েকটা আসনে প্রার্থী দিতে পারেনি বামেরা। হিসেবে বলছে ত্রিস্তরীয় পঞ্চায়েত মিলিয়ে বামেরা মোট ৬০ শতাংশ ও কংগ্রেস ২০ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে। কিছু জায়গায় নির্দল প্রার্থীকেও সমর্থন করেছে বামেরা। কিন্তু যেখানে বামেদের প্রার্থী নেই সেখানে দলের কর্মীরা কাকে ভোট দেবেন?

শনিবার হতে চলা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত যেখানে তাদের দল বা বামফ্রন্টের অন্যান্য সহযোগী বা কংগ্রেসের প্রার্থী নেই, কিংবা বাম-কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী নেই সেখানে ব্যালেট খালি রেখে ভোট নষ্ট করার নির্দেশ দিয়েছে সিপিআইএমের শীর্ষ নেতৃত্বে। দলীয় বা সহযোগী কোনও প্রার্থী না থাকলে কোনওভাবেই কোথাও তৃণমূল বা বিজেপির কাউকে সমর্থন বা ভোট দেওয়া যাবে না বলে সিপিএমের শীর্ষ নেতৃত্বের কড়া নির্দেশ। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় নিজেপির সঙ্গে সিপিএমের অলিখিত জোট হয়েছে বলে অভিযোগ তৃণমূলে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বাম নেতৃত্ব.

এবার পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে তৃণমূল ১০০ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে। সেখানে বিজেপি ৯৭ শতাংশ, বামেরা ৯৬ শতাংশ, কংগ্রেস ৭১ শতাংশ ও আইএসএফ ৪ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে। বামেরা রাজ্যের ৯২৮টি জেলা পরিষদের মধ্য়ে লড়ছে ৮৮৬টি-তে। পঞ্চায়েত সমিতিতে বামেরা ৭২ শতাংশ ও গ্রাম পঞ্চায়েতে ৫৮ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে। সেখানে বিজেপি এবারের পঞ্চায়েতে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিয়েছে যথাক্রমে ৬১ শতাংশ, ৭৩ শতাংশ ও ৯৭ শতাংশ। কংগ্রেস সেখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিয়েছে যথাক্রমে ১৯ শতাংশ, ২৩ শতাংশ ও ৭০ শতাংশ।

ত্রিস্তরীয় পঞ্চায়েতে কোন দল কত শতাংশ প্রার্থী দিয়েছে

তৃণমূল: ৯৬.৫০% (জেলা পরিষদ: ১০০%, পঞ্চায়েত সমিতি: ৯৬%, গ্রাম পঞ্চায়েত: ৯৭%)

বিজেপি: ৬৩.৩০% (জেলা পরিষদ: ৯৭%, পঞ্চায়েত সমিতি:৭৩%, গ্রাম পঞ্চায়েত:৬১%)

বামফ্রন্ট: ৬০.১০% (জেলা পরিষদ: ৮৬%, পঞ্চায়েত সমিতি:৭২%, গ্রাম পঞ্চায়েত: ৫৮%)

কংগ্রেস: ২০% (জেলা পরিষদ: ৭০%, পঞ্চায়েত সমিতি: ২৩%, গ্রাম পঞ্চায়েত: ১৯%)

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়: ১০% (জেলা পরিষদ:১%, পঞ্চায়েত সমিতি:৮%, গ্রাম পঞ্চায়েত:১০%)