কলকাতা, ৫ মার্চ: দারুণ দহনবেলা, হ্যাঁ ঠিকই ধরেছেন চৈত্রের আগেই খরতাপে (Weather Update) জর্জরিত দক্ষিণবঙ্গ। এখনও পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। শোনা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও খুব শিগগির দক্ষিণবঙ্গের বাসিন্দারা সেই সুখের ভাগ পাচ্ছেন না। এমনকী কালবৈশাখীর দেখাও সহজে মিলবে না। এদিকে প্রতিদিনই চড়চড়িয়ে চড়ছে পারদ। এদিন আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ৩৫.৭ ডিগ্রিতে, ব্যারাকপুরে তাপমাত্রা ৩৪.১ ডিগ্রিতে, বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রিতে, ক্যানিংয়ে তাপমাত্রা ৩২ ডিগ্রি, কাঁথিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। সম্প্রতি শহরের তাপমাত্রা পারদ ছুঁয়েছিল ৩৬ ডিগ্রি। তাপমাত্রার পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার আধিক্য। আরও পড়ুন-WB Assembly Elections 2021: ভোট মার্জিনে কম থাকা ওয়ার্ড লিড দিলে মিলবে ১ কোটির পুরস্কার, ফিরহাদ হাকিম
এদিকে শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি ছুঁয়েছে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, তাপপ্রবাহে জেরবার ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডের বাসিন্দা। অন্যদিকে প্রশান্ত মহাসাগরের উপরিভাগে ও কেন্দ্রস্থলে তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় তার প্রভাব ভারতের আবহাওয়াতেও পড়তে চলেছে।
এমনিতে ভোট রাজনীতির উত্তাপে তপ্ত গোটা রাজ্য। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির ছিটেফোটাও পড়েনি। তালমিলিয়ে বেড়েছে গরম। ঘেমো গরমে বেলা এগারোটাতেই নাভিশ্বাস উঠছে, দুপুর গড়ালে কীহবে তা চিন্তায় রেখেছে বঙ্গবাসীকে।