WB Assembly Elections 2021: ভোট মার্জিনে কম থাকা ওয়ার্ড লিড দিলে মিলবে ১ কোটির পুরস্কার, ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম(Photo Credits: Twitter)

কলকাতা, ৫ মার্চ: কলকাতা পুরসভার ভোট বিধানসভা নির্বাচনের পরে পরেই অনুষ্ঠিত হবে। তবে তাতে কি, আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে যখন গোটা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে তখন পুরসভা নির্বাচনের জন্য আগাম ঘর গোছানো শুরু করেদিল তৃণমূল কংগ্রেস। ২০১৫ ও ২০১৯ এর পুরসবা নির্বাচনে তৃণমূল ঠিক কোন কোন ওয়ার্ডে হেরেছে। কোন কোন ওয়ার্ডে ভোটসংখ্যা কম এসেছে। সবকিছুর চুলচেরা হিসেব নিকেশ ও পর্যালোচনা শুরু হল বলে। বৃহ্স্পতিবার তৃণমূল ভবনে এনিয়ে  কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলর এবং পুর এলাকার মধ্যে থাকা বিধানসভার বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন কতকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনিই এই বিষয়ে আলোচনা করেন। আরও পড়ুন-Sourav Ganguly Over T-Twenty: ভাল আছেন, ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে মাঠেই থাকবেন মহারাজ

এমনকী, যেসব বরো এলাকায় তৃণমূলের লিড কম ছিল, সেসব এলাকার কাউন্সিলররা যদি আগামী ভোটে দলের তরফে লিড বাড়াতে পারেন তাহলে দল তাঁদের কথা বিশেষ করে ভাববে। এমনকী, সেই কাউন্সিলরের তহবিলে অতিরিক্ত এক কোটি টাকা উন্নয়ন খাতে পুরস্কার হিসেবে দেওয়া হবে। গত লোকসভা ভোটের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর-সহ কলকাতার ৫১টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল। বিধানসভা ভোটে সেই পিছিয়ে পড়া ওয়ার্ডগুলোতেই ‘লিড’ পাওয়ার লক্ষ্যে তৃণমূল ওই পুরস্কার ঘোষণা করেছে।

গত কালকের বৈঠকে ফিরহাদ হাকিম বিধায়ক, কাউন্সিলররা ছাড়াও উপস্থিত ছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষনেতৃত্ব। এদিকে বিধানসভা নির্বাচনের প্রথম দুই দফার মনোনয়ন জমা করার দিন সমাগত। আজই পূর্ণাঙ্গ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। অন্য়দিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম তেকে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন। এসব দেখে আব্বাসকে আপাতত হোল্ডে রেখেছে সিপিএম কংগ্রেস জোট।