বছরের শুরুতেই সংগীত জগতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন সংগীতশিল্পী সুমিত্রা সেন (Sumitra Sen)। ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ২১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বিগত কয়েকদিন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন সুমিত্রা সেন। হাসপাতাল সূত্র জানিয়েছিল, বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন সুমিত্রাদেবী। ডিসেম্বর মাসে ঠান্ডা লাগে তাঁর। অসম্ভব সর্দি-কাশি হয়। ফুসফুসে ধরা পরে ব্রঙ্কোনিউমোনিয়া। এই অসুস্থতা শিল্পীর শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেও প্রভাব ফেলে।সোমবার সকালে তাঁকে বাড়িতে নিয়ে আসে পরিবার। সেখানেই মঙ্গলবার ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী সুমিত্রা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
রবীন্দ্রসঙ্গীত শিল্পীর দুই কন্যাও বাংলা সঙ্গীত দুনিয়ায় ছাপ ফেলেছেন। তাঁর বড় কন্যা শিল্পী ইন্দ্রাণী সেন। কনিষ্ঠ কন্যা শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন। মঙ্গলবার ভোরবেলা শ্রাবণী সেন (Srabani Sen) ফেসবুকে লেখেন, ‘‘আজ মা ভোরে চলে গেলেন।’’ সুমিত্রা সেনের প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত মহলে।