কলকাতা, ২৮ নভেম্বর: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা (Teacher Recruitment Scam) ঘিরে এবার উত্তপ্ত হয়ে উঠল বিধানসভার অধিবেশন। সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার প্রসঙ্গ বিধানসভায় তোলেন বিজেপি বিধায়করা। যা নিয়ে চিৎকার, চেঁচামেচি শুরু হয়ে যায়। পাশাপাশি শিক্ষক নিয়োগ মামলায় বিধানসভায় মুলতুবি প্রস্তাব দাবি করেন বিরোধীরা। যা ততক্ষণাৎ খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, বিষয়টি আদালতে বিচারাধান। ফলে সংশ্লিষ্ট বিষয়ে বিধানসভায় কোনও আলোচনা হবে না বলে জানিয়ে দেন স্পিকার। বিরোধীদের মুলতুবি প্রস্তাব স্পিকার খারজি করতেই ওয়াকআউট করন বিজেপি (BJP) বিধায়করা। এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেন, 'গোটা মন্ত্রিসভার জেল চাই।' রাজ্যের বিরোধী দলনেতার ওই মন্তব্যের পরপরই ফের শোরগোল শুরু হয়।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতাকেও (Arpita Mukherjee) গ্রেফতার করা হয় ইডির তরফে। মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতার দক্ষিণ কলকাতা, বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়, তা নিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি।
আরও পড়ুন: Partha Chatterjee: 'পার্থ চট্টোপাধ্যায় কোনও অপরাধের সঙ্গে জড়িত নন'
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর এখনও পর্যন্ত জামিন পাননি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেল থেকে বের হতে পারেননি পার্থ ঘনিষ্ঠ অর্পিতাও।