কলকাতা, ৬ সেপ্টেম্বর: শুক্রবার সকাল ৬.২৫ মিনিট নাগাদ সন্দীপ ঘোষের বাড়িতে হাজির হয় ইডি। সকাল সকাল সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বাড়িতে গেলেও, তালা বন্ধ থাকায় সেখানে প্রবেশ করতে পারেননি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। ফলে সন্দীপ ঘোষের বাড়ির চারপাশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন। ইডি আধিকারিকরা বাইরে অপেক্ষা করেন। বেলা গড়াতেই অবশেষে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির দরজার তালা খোলা হয় এবং তল্লাশির জন্য সেখানে প্রবেশ করেন ইডি আধিকরিকরা।
সন্দীপের বাড়িতে অবশেষে প্রবেশ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা...
#WATCH | Kolkata, West Bengal: Enforcement Directorate raid underway at the residence of former principal of Kolkata's RG Kar Medical College Sandip Ghosh. ED had registered a case of PMLA in the financial irregularities case. Ghosh is presently in the custody of CBI pic.twitter.com/yIbGjextRO
— ANI (@ANI) September 6, 2024
আরও পড়ুন: RG Kar Case: Sandip Ghosh-এর বাড়িতে পৌঁছে গেল ইডি, পাহারায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা
সন্দীপের বাড়িতে ইডি আধিকারিকদের তল্লাশির সময় গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন। প্রসঙ্গত আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। সন্দীপ আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন। আজ তাঁর দায়ের করা মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এসব ঘটনাপ্রবাহের মধ্যেই শুক্র সকালে আরজি করের প্রাক্তন অধ্যক্ষর বাড়িতে তল্লাশি শুরু করল ইডি।