কলকাতা, ৬ সেপ্টেম্বর: সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বাড়িতে তল্লাশির জন্য হাজির হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হাজির হন। বাড়ি বন্ধ থাকায় ইডি আধিকারিকরা প্রথমে সেখান ঢুকতে পারেননি। ফলে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ির সামনে অপেক্ষা করতে দেখা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়েই সন্দীপ ঘোষের বাড়িতে হাজির হন ইডি আধিকারিকরা।
আরজি করে (RG Kar) অধ্যক্ষ থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে আজ যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সিবিআই (CBI) তদন্ত খারিজ নিয়ে শুনানির কথা, সেই সময় আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে সকাল ৬টার আশপাশে পৌঁছে যান ইডি আধিকারিকরা।
সন্দীপ ঘোষের বাড়ির চারপাশ ঘিরে রেখেছেন কেন্দ্রীয়
আরও পড়ুন: RG Kar: আরজি করে অপরাধস্থলের পাশেই মেরামতির নির্দেশ Sandip Ghosh-এর? ভাইরাল চিঠি শেয়ার বিজেপির
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছলেও, সেখান তালা বন্ধ থকাায়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা চত্ত্বর ঘিরে রাখেন।