আরজি করে (RG Kar) চিকিৎসক তরুণীর মৃত্যুর পরদিন অর্থাৎ ১০ অগাস্ট হাসপাতাল সংস্কার এবং মেরামতের নির্দেশ দেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ()। এবার এমনই একটি একটি চিঠির উল্লেখ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুাকন্ত মজুমদার। বিজেপি (BJP) নেতা বলেন, হাসপাতাল সংস্কার এবং মেরামতের কথা বলে পিডব্লিউডি-কে লেখা চিঠিতে নিজে স্বাক্ষর করেন সন্দীপ ঘোষ। অপরাধস্থল থেকে তথ্য প্রমাণ লোপাট করতেই সন্দীপ ঘোষ ওই নির্দেশ দেন বলে দাবি বিজেপি নেতার। যদিও পুলিশ কমিশনার তা অস্বীকার করেন বলেও অভিযোগ করেন কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদার। সিবিআই হেড কোয়ার্টার-কে ট্যাগ করে ওই চিঠি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন বিজেপি নেতা।
দেখুন সিবিআইকে ট্যাগ করে সুকান্ত মজুমদার কী লিখলেন...
The order, signed by Sandip Ghosh, former director of RG Kar Medical College, is dated August 10, just one day after the victim's death. Despite allegations from colleagues and protesters about tampering with the crime scene, the Police Commissioner denied it. @CBIHeadquarters pic.twitter.com/FEOirTn0ho
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) September 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)