কলকাতা, ৫ সেপ্টেম্বর: গত ৯ অগাস্ট আরজি করে (RG Kar) চেস্ট মেডিসিনের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ (Doctor Death)। ধর্ষণের পর নারকীয়ভাবে খুন করা হয় ওই চিকিৎসককে। চিকিৎসক খুনের পরদিনই আরজি কর হাসপাতালের ভিতরে মেরামত এবং সংস্কারের নির্দেশ দেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, আরজি করে হাসপাতালের অন্দরে মেরামত এবং সংস্কারের কথা জানিয়ে সন্দীপ ঘোষ ওই চিঠি লেখেন। পাশাপাশি আরজি করে যে চিকিৎসকরা রয়েছে,তাঁদের প্রত্যেকের ঘর নতুন করে সংস্কার করা হোক বলে চিঠি পাঠানো হয় সন্দীপ ঘোষের তরফে। আরজি করে যে চিকিৎসকরা রয়েছেন, তাঁদের ঘরের সঙ্গে যে শৌচাগার রয়েছে,তার সবকিছু মেরামত এবং সংস্কার করতে পদক্ষেপ করা হোক বলেও পিডব্লিউডি-কে চিঠি লেখা হয় সন্দীপ ঘোষের তরফে।
গত ৯ অগাস্ট চিকিৎসক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয় আরজি কর থেকে। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। চিকিৎসক তরুণীর মৃত্যুর পর সেমিনার রুমের মেরামতের খবর প্রকাশ্যে আসে। তথ্য, প্রমাণলোপাট করতেই কি সেমিনার রুম মেরামত করানো হয় বলে প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে।