Justice For RG Kar (Photo Credit: ANI/X)

কলকাতা, ৫ সেপ্টেম্বর: আরজি করে (RG Kar)  চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। ৪ সেপ্টেম্বর রাতে যখন আলো নিভিয়ে প্রতিবাদ শুরু হয় প্রায় গোটা রাজ্য জুড়ে, সেই সময় সাংবাদিক সম্মেলন করেন নির্যাতিতা চিকিৎসকের বাবা এবং মা। যেখানে তাঁরা একাধিক বিস্ফোরক অভিযোগ করেন। নির্যাতিতার বাবা, মা বলেন, 'আমরা মেয়ের দেহ সংরক্ষণ করতে চেয়েছিলাম কিন্তু ওই সময় ৩০০, ৪০০ পুলিশ আমাদের ঘিরে ফেলে।  পুলিশের (Police) তরফে চাপ দেওয় শুরু হয় দেহ সৎকারের জন্য।' এমনই অভিযোগ করেন নির্যাতিতার বাবা, মা। এমনকী খুব তাড়াহুড়ো করে তাঁদের মেয়ের দেহ সৎকার করা হয় বলেও অভিযোগ করেন মৃত চিকিৎসকের পরিবার। এমনকী, তাঁর বাবা শেষ সময়ে সৎকারের অর্থও জোগাড় করতে পারলেন না বলে মনে করলেন মৃত মেয়ে।

আরও পড়ুন: RG Kar Case: একে একে নিভছে আলো, উঁচুতে চড়ছে প্রতিবাদী স্বর, দাবি 'জাস্টিস ফর আরজি কর', দেখুন

বুধবার রাতের সাংবাদিক সম্মেলনে যেন ক্ষোভ, দুঃখ চেপে রাখতে পারেননি নির্যাতিতার বাবা। 'সাদা কাগজে তাঁদের দিয়ে স্বাক্ষর করিয়ে নেওয়ার চেষ্টাও' পুলিশ করে কিন্তু তিনি শেষ মুহূর্তে কাগজ ছিঁড়ে ফেলেন। এমনও মন্তব্য করেন চিকিৎসক তরুণীর বাবা।

বুধ রাতে নির্যাতিতা তরুণীর বাবা,মায়ের বক্তব্য নিয়ে যখন তোলপাড় শুরু হয়, সেই সময় শাসক দলের তরফে পালটা ভিডিয়ো পোস্ট করা হয়। যেখানে পুলিশ প্রশাসন তাঁদের টাকা দিতে চেয়েছিল বলে যে কথা শোনা যায়, তা তাঁরা বলেননি বলে এক ব্যক্তিকে বলতে শোনা যায়। দাবি ওই ভিডিয়োতে যাঁদের দেখা যায়, তাঁরা নির্যাতিতার বাবা-মা। তবে চিকিৎসকের বাবা, মায়ের ওই ভিডিয়োটি পোস্ট করে, তার নীচে লেখা হয়, 'এটি কিছুদিন আগের ভিডিয়ো'।

দেখুন দেবাংশু ভট্টাচার্যের পোস্ট করা ভিডিয়ো...