Justice For RG Kar (Photo Credit: ANI/X)

একের পর এক আলো নিভছে কলকাতার (Kolkata)। শহরের সীমানা ছাড়িয়ে আরজি কর-কাণ্ডের (RG Kar) প্রতিবাদ ছড়িয়ে পড়ছে জেলার বিভিন্ন প্রান্তেও। কলকাতার শ্যম বাজার থেকে যাদবপুর কিংবা দমদমের সিঁথি, একের পর এক এলাকার আলো নিভিয়ে মানুষ মোমবাতি জ্বালাতে শুরু করেন। মোমবাতি জ্বালিয়ে আবার কোথাও অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চলছে প্রতিবাদ। সেই সঙ্গে গোটা বাংলা জুড়ে স্লোগান উঠতে শুরু করে, 'বিচার চাই' বলে।

আরও পড়ুন: RG Kar Case: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা বাংলা, আলো নিভিয়ে প্রতিবাদে সামিল মানুষ, দেখুন ভিডিয়ো

দেখুন যাদবপুরের মানুষ আলো নিভিয়ে প্রতিবাদে সামিল...

 

দেখুন আরজি করের সামনের ছবি...

 

বিচারের দাবিতে উত্তাল শ্যামবাজার এলাকা...