RG Kar Protest (Photo Credit: ANI/X)

আরজি কর মেডিকেলে  (RG Kar) ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বুধবার আলো বন্ধ করে প্রতিবাদ জানাচ্ছে কলকাতা-সহ (Kolkata) প্রায় গোটা বাংলা। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজার থেকে সিঁথির মোড়, জেলার প্রায় সর্বত্র আলো বন্ধ করে মানুষ প্রতিবাদ শুরু করেছেন। গত ৯ অগাস্ট আরজি করে ৩১ বছরের চিকিৎসকের উপর যে নারকীয় অত্যাচার চলে এবং তাঁকে খুন করা হয়, তার জেরেই বুধবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত আলো বন্ধ করে  প্রতিবাদের ডাক দেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের ডাকা সেই প্রতিবাদে সামিল হতে শুরু করেছেন গোটা রাজ্যের মানুষ।

দেখুন মানুষ কীভাবে প্রতিবাদ শুরু করেছেন...

 

শ্যামবাজারে প্রতিবাদ শুরু করে রাস্তায় নামতে শুরু করেন বহু মানুষ...