কলকাতা, ৬ সেপ্টেম্বর: এবার আর্থিক দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্ট ফেরাল সন্দীপ ঘোষের (Sandip Ghosh) আবেদন। আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই যে তদন্ত শুরু করেছে, তা খারিজের আবেদন করে সন্দীপ যে মামলা করেন, তা ফেরানো হল শীর্ষ আদালতের তরফে। ফলে সন্দীপ ঘোষের আবেদন শুক্রবার খারিজ করে দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ। আপাতত কলকাতা হাইকোর্টের নজরদারিতেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত চলবে। অর্থাৎ সিবিআই এই মামলার তদন্ত করবে বলে স্পষ্ট জানানো হয় দেশের শীর্ষ আদালতের তরফে।
প্রসঙ্গত আরজিকরে চিকিৎসকের ধর্ষণ, খুনের সঙ্গে দুর্নীতির কোনওরকম যোগ রয়েছে কি না, তা সিবিআই খতিয়ে দেখবে বলে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দেয়, শুত্রবার সেই রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্ট।
এদিকে শুক্রবার সকাল ৬.২৫ মিনিট নাগাদ সন্দীপ ঘোষের বাড়িতে হাজির হয় ইডি। সকাল সকাল সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বাড়িতে গেলেও, তালা বন্ধ থাকায় সেখানে প্রবেশ করতে পারেননি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। ফলে সন্দীপ ঘোষের বাড়ির চারপাশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন। ইডি আধিকারিকরা বাইরে অপেক্ষা করেন। বেলা গড়াতেই অবশেষে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির দরজার তালা খোলা হয় এবং তল্লাশির জন্য সেখানে প্রবেশ করেন ইডি আধিকরিকরা।