Sandip Ghosh (Photo Credit: ANI/X)

কলকাতা, ১০ সেপ্টেম্বর: মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় সন্দীপ ঘোষকে (Sandip Ghosh)। আরজি করের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষকে  দেখে যেমন 'চোর' স্লোগান দিতে শুরু করেন মানুষ,  তেমন তাঁকে দেখে জুতো ছোঁড়া হয়। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সন্দীপ ঘোষকে আজ আদালতে তোলা হলেও, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে দেখে মানুষের রাগ, ক্ষোভের বহিঃপ্রকাশ শুরু হয়। পুলিশের (Police) পাশাপাশি সন্দীপ ঘোষের নিরাপত্তায় আদালত চত্ত্বরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও, তাঁকে দেখে মানুষ যেমন 'ফাঁসি চাই' বলে সরব হন মানুষ, তেমনি জুতোও উড়ে আসে। সবকিছু মিলিয়ে আদালতে সন্দীপ ঘোষকে দেখতেই, তাঁর বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসতে শুরু করেন।

আরও পড়ুন: RG Kar Case: কড়া নিরাপত্তার মোড়কে সন্দীপ ঘোষকে আদালতে হাজির করল সিবিআই

এদিকে সন্দীপ ঘোষকে যাতে ভার্চুয়ালি শুনানির জন্য হাজির করা যায়, তার আবেদন করে সিবিআই। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের দাবি নস্যাৎ করে সন্দীপ ঘোষকে আদালতে হাজির হতে হবে বলে জানানো হয়। সেই অনুযায়ী সন্দীপকে আদালতে নিয়ে আসা হলে, তাঁকে দেখে মানুষ রাগ, ক্ষোভ উগরে দিতে শুরু করেন।