কলকাতা, ১৬ অগাস্ট: এবার পুলিশি নিরাপত্তা চাইলেন সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। আরজি করে (R.G. Kar Hospital) চিকিৎসক খুনকাণ্ডের (Kolkata Doctor Death)পর থেকে সেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ, প্রতিবাদে মুখর হন মানুষ। যার জেরে আরজি কর থেকে কলকাতা ন্যাশানাল মেডিকেল কলেজে তাঁর স্থানান্তর হলেও, সেখানকার পড়ুয়ারা বিক্ষোভ শুরু করেন। যার জেরে সন্দীপ ঘোষকে ১৫ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠায় কলকাতা হাইকোর্ট (High Court)। এবার সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। আরজিকর কাণ্ডের পর থেকে তিনি ভয়ে রয়েছেন। তাঁর জীবনের ঝুঁকি রয়েছে। এই দাবিতে এবার পুলিশি নিরাপত্তা চাইলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের আবেদনের প্রেক্ষিতে রাজ্য সরকার যাতে তাঁকে নিরাপত্তা দেয়, সেই কথা জানায় আদালত।
দেখুন ট্যুইট..
Former Principal of RG Kar Medical College & Hospital, Prof. (Dr.) Sandip Ghosh approached Calcutta High Court seeking protection, claiming that he has a life threat. The Court has asked the State to provide him Police protection.
Court has asked his counsel to file a separate…
— ANI (@ANI) August 16, 2024
পাশাপাশি সন্দীপ ঘোষের যদি আরও কোনও আবেদন থাকে, সেক্ষেত্রে তাঁর আইনজীবী যাতে পৃথক আবেদন জানায় আদালতের কাছে। শুক্রবার এমন কথাও জানানো হয় কলকাতা হাইকোর্টের তরফে।