Priyanka Chopra, Hrithik Roshan, Kareena Kapoor.jpg (Photo Credit: Instagram)

কলকাতা, ১৬ অগাস্ট: আরজিকরে চিকিৎসক (R.G. Kar Hospital) ধর্ষণ, খুনকাণ্ডে গর্জে উঠতে শুরু করেছে গোটা দেশ। কলকাতার (Kolkata) বাইরেও একের পর এক রাজ্যের হাসপাতালের চিকিৎসকরাও বিক্ষোভ, প্রতিবাদ শুরু হয়। সেই তালিকায় এবার যুক্ত হল বলিউড তারকাদের নাম। করিনা কাপুর (Kareena Kapoor)থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), হৃতিক রোশনরাও আরজি করকাণ্ডের প্রতিবাদ শুরু করেছেন।

সংবাদ সংস্থা বিবিসির একটি পোস্ট নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া।যেখানে আমরা যদি ওই চিকিৎসকের জন্য সুর না চড়াই, তাহলে কে প্রতিবাদ করবেন বলে লেখা ভেসে ওঠে।

আরও পড়ুন: R.G. Kar Hospital: আরজিকরে চিকিৎসককে ধর্ষণ, খুনকাণ্ডে গোটা দেশে উপচে পড়ছে প্রতিবাদ, বিক্ষোভ

ট্য়ুইঙ্কেল খানাও নিজের সোশ্যাল হ্যান্ডেলে আরজি করকাণ্ডের প্রতিবাদ করেন। ছোটবেলা থেকে তাঁকে যেমন শেখানো হয়েছে যে স্কুল, কলেজে কেউ একা যেউ না, তেমনি তিনিও তাঁর কন্যাকে একই জিনিস অহরহ শিখিয়ে যাচ্ছেন।

দেখুন টুইঙ্কেলের পোস্ট...

 

 

View this post on Instagram

 

করিনা কাপুরকেও দেখা যায় আরজি করকাণ্ডের প্রতিবাদে মুখর হতে। পরিবর্তনের আশায় বসে রয়েছেন বলে কলকাতায় চিকিৎসককাণ্ডের প্রতিবাদ করতে দেখা যায় করিনা কাপুরকে।

দেখুন...

 

 

View this post on Instagram

 

কৃতি শ্যাননকেও জোর গলায় প্রতিবাদ করতে শোনা যায়। নিজে সোশ্যাল হ্যান্ডেলে প্রতিবাদে সামিল হন কৃতি।

দেখুন...

 

 

View this post on Instagram

 

'রাক্ষসদের ফাঁসিতে ঝোলানো হোক।' আরজি করকাণ্ডের প্রতিবাদে মুখর বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা।

হৃতিক রোশনকেও দেখা যায় প্রতিবাদে মুখর হতে। নিজের ট্যুইটার হ্যান্ডেলে জোরদার প্রতিবাদ করতে দেখা যায় হৃতিককে।

দেখুন...