আর জি কর হাসপাতালে মোতায়েন সিআইএসএফ(ছবিঃX@Pooja Mehta)

কলকাতাঃ রাজ্য সরকারের(State Government)  হাত থেকে আর জি কর হাসপাতালের(R G Kar Hospital)  নিরাপত্তার(Security) দায়িত্ব ছিনিয়ে নিল সিআইএসএফ(CISF)। আজ, বুধবার সকালে আর জি কর ক্যাম্পাসে পৌঁছলেন সিআইএসএফ জওয়ানরা। এ দিন ক্যাম্পাসে দেখা যায় কলকাতা পুলিশকেও(Kolkata Police)। সিআইএসএফ জওয়ানদের দায়িত্ব বুঝিয়ে দেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। প্রসঙ্গত, গতকাল সুপ্রিম কোর্টে(Supreme Court) আর জি কর কাণ্ডের স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হয়েছে। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে তিনটি মামলার শুনানি হয়। শুনানিকালে আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া কেন্দ্রীয় বাহিনীর হাতে। কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন আর জি করের চিকিৎসকেরা।তাঁদের দাবি যথাযথ বিচার করে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা আরও জোরদার করতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ২৪ ঘণ্টা কাটার মধ্যেই আর জি করে মোতায়েন হল কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি গতকাল প্রধান বিচারপতি  কর্মবিরতি তুলে নেওয়ার জন্য চিকিৎসকদের অনুরোধ জানান।

 আর জি করে মোতায়েন হল কেন্দ্রীয় বাহিনী