Kolkata Municipal Corporation (Photo Credits: Facebook)

কলকাতা, ২৫ নভেম্বর: কলকাতা পৌরসভা (Kolkata Municipal Corporation Polls 2021) নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পৌরসভার ভোট। কমিশন জানিয়েছে, সকাল ৭টা থকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ২২ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। সম্ভবত পুরভোটের গণনা হবে ২১ ডিসেম্বর।

এদিকে, কলকাতার পুরভোটের বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই আজ থেকে লাগু হচ্ছে আদর্শ আচরণ বিধি। কমিশন জানিয়েছে, আজ থেকেই কলকাতা পুরভোটের মনোনয়ন জমার কাজ শুরু হয়ে যাবে। ১ ডিসেম্বর মনোনয়ন জমার শেষদিন। ২ ডিসেম্বর মনোনয়ন খতিয়ে দেখা হবে। ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। আরও পড়ুন: Mukul Sangma: মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা কংগ্রেস ছেড়ে তৃণমূলে, সঙ্গে ১২ জন বিধায়ক

তবে হাওড়ায় পৌরসভার ভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়নি। হাওড়া পৌরসভা থেকে বালি পৌরসভাকে আলাদা করা জন্য আনা বিলে এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল জগদীপ ধনখর। সেই কারণেই কমিশন হাওড়ায় ভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করেনি বলেই মনে করা হচ্ছে।