Mamata Banerjee. (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ২৪ নভেম্বর: এবার মেঘালয়ে ফুটল জোড়াফুল। গোয়ার পর এবার মেঘালয়ের (Meghalaya) প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস ছেড়ে যোগ দিলেন তৃণমূলে (TMC)। বাংলা জয়ের পর এবার গোটা দেশে জোড়া ফুল ছড়িয়ে দেওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলে যোগ দিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma)। ২০১০ সালে মেঘালয়ের ১১ তম মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন মুকুল সাংমা। কংগ্রেসের জনপ্রিয় নেতা-তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার সঙ্গে রাজ্যের আরও ১২জন বিধায়ক তৃণমূলে যোগ দিলেন। সব মিলিয়ে মেঘালয়ে দারুণ শক্তিশালী হয়ে গেল দিদির দল।

মেঘালয়ে ৬০ আসনের বিধানসভায় ২০১৮ সালে রাজ্যের শেষ বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতেছিল ২১টি আসনে, ন্যাশানল পিপলস পার্টি জেতে ২০টি আসনে। এরপর মেঘালয়ের মুখ্যমন্ত্রী হন এনপিপি-র প্রধান কোনরাড সাংমা। তাঁর বাবা হলেন দেশের বিখ্যাত রাজনীতিবিদ পিএম সাংমা। আরও পড়ুন: মাদক মামলায় জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং

দেখুন টুইট

১৯৯৩ সালে মেঘালয়ে বিধানসভা নির্বাচনে আমপাতিগিরি কেন্দ্রে জিতে প্রথমবার বিধায়ক হন মুকুল সাংমা। এরপর ১৯৯৮, ২০০৩, ২০০৮ ও ২০১৩-মোট পাঁচবার কংগ্রসের টিকিটে জিতে বিধায়ক হন। ২০০৯ সালে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হন। এরপরের বছর মুখ্যমন্ত্রী হন তিনি।

গতকাল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন কীর্তি আজাদ। পাশাপাশি দিল্লিতে দিদির কাছে উত্তরীয় পরে তৃণমূলে যোগদান করেন জেডিইউয়ের প্রাক্তন নেতা পবন ভর্মা।