মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কার্যত বেজে গিয়েছে। ইজরায়েল ও ইরানের (Israel- Iran Conflict) মধ্যে শুক্রবার রাত থেকেই অব্যাহত মিসাইল হামলা। এই হামলায় অবশ্যই দুই দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইজরায়েলের তেল আভিভ, জেরুজালেমের মতো জায়গায় ধ্বংস হয়েছে একাধিক বহুতল। তবে ইরানেও কার্যত ধ্বংসলীলা চালিয়েছে ইজরায়েল। নতুন করে এই যুদ্ধের আবহে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে দূতাবাস। রবিবার ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জারি করা হল নির্দেশিকা।
ভারতীয়দের জন্য নির্দেশিকা দূতাবাসের
যদিও এই নির্দেশিকায় এখন থেকেই ভারতীয় নাগরিকদের ইরান ছেড়ে চলে আসার নির্দেশ দেওয়া হয়নি। তবে যে সব নাগরিকদের সে দেশে বসবাস করছেন তাঁদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এবং দূতাবাসের পক্ষ থেকে আগামী দিনে কী নির্দেশিকা জারি করা হচ্ছে, সেই সংক্রান্ত খবরাখবর দেখতে দূতাবাসের ফোন নম্বরে যোগাযোগ এবং সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পেজ ফলো করে রাখার নির্দেশ দিয়েছে।
ইরানের পরমাণু ঘাঁটিতে ইজরায়েলের হামলা
প্রসঙ্গত, আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে সমঝোতা না করায় ইরানের ওপর মিসাইল হামলা চালিয়েছিল ইজরায়েল। নেতানিয়াহুর দাবি ছিল, ইরান গোপনে পরমাণু বোমা বানাচ্ছিল, আর সেই বোমাই ইজরায়েলের বিরুদ্ধে ব্যবহার করত ইরান। সেই কারণে শুধুমাত্র বেছে বেছে পরমাণু ঘাঁটিগুলিতেই হামলা চালায় ইজরায়েলি সেনা। আর এতে খতম হয় একাধিক পরমাণু বিজ্ঞানী সহ সশস্ত্র সেনাকর্তারা।