কলকাতা, ২৪ নভেম্বর: মাদক মামলায় অবশেষে জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh)। রাকেশের জামিনের আবেদন এবার মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন রাকেশ। বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারিতে আলিপুর থেকে কোকেন সহ গ্রেফতার হওয়া বিজেপি নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami) র গোস্বামীর বয়ানের ভিত্তিতে গত ২৪ ফেব্রুয়ারি রাকেশকে গ্রেফতার করেছিল পুলিশ।
দেখুন টুইট
BREAKING: #KolkataDrugsCase: HC grants bail to #BJP leader #RakeshSingh.
A division bench granted conditional bail on a personal bond of Rs 1 lakh.
Rakesh was arrested by #KolkataPolice in Feb based on the statement of BJP leader Pamela Goswami booked for cocaine possession.
— Sreyashi Dey (@SreyashiDey) November 24, 2021
আলিপুর আদালতে (Alipore Court) রাকেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন পামেলা। গ্রেফতারির আগে দিল্লি যাওয়ার নাম করে গা-ঢাকা দিয়েছিলেন রাকেশ সিং। পুলিশকে ঢুকতে বাধা দিয়ে রীতিমতো বচসায় জড়িয়েছিলেন রাকেশ সিংয়ের দুই ছেলে। পরে সার্চ ওয়ারেন্ট আনিয়ে বাড়ি তল্লাশি করেও তেমন কোনও প্রমাণ মেলেনি। তবে পুলিশের কাজে বাধা দেওয়ায় বিজেপি নেতার দুই ছেলেকে গ্রেপ্তার করে লালবাজারে আনা হয়েছে। আরও পড়ুন: এসএসসি মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের, এখনই তদন্ত করতে পারবে না সিবিআই
এরপর গভীর রাতে মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করে পূর্ব বর্ধমানের গলসি থেকে মাদক কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল রাকেশ সিংকে। দিন্নি যাওয়ার নাম করে গলসিতে গা-ঢাকা দিয়েছিলেন রাকেশ সিং। লালবাজারের পুলিশ কর্তারা রাকেশ সিমকে কলকাতায় আনার জন্য বর্ধমানে পৌঁছেছিলেন।
দীর্ঘ দিন কংগ্রেসে থাকা রাকেশ সিং বিধানসভা ভোটের আগে বিজেপি-তে যোগ দিয়েছিলেনন৷ অতীতেও ভাঙচুর সহ একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে৷ রাকেশে সিং-এর বিরুদ্ধে শতাধিক মামলাও রয়েছে৷