কলকাতা, ১১ জানুয়ারি: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) শহরে আসছেন দু' দিনের সফরে (Tour)। এই নিয়ে সিপিএম (CPIM) আগেই জানিয়েছিল তিনি শহরে আসলে বিক্ষোভ প্রদর্শন করবে। আজ সকাল থেকেই পথে নেমেছে বামেদের ছাত্র-যুব সংগঠনগুলিও। 'গো ব্যাক মোদি' প্ল্যাকার্ড ও স্লোগানে ছেয়ে গেছে শহরের তিনটি এলাকা। কলেজ স্ট্রিট, যাদবপুর এবং ধর্মতলায় মিছিল হচ্ছে। পোড়ানো হবে মোদির কুশপুতুল। জেএনইউ-র হামলা, সিএএ, এনআরসি,কর্মসংস্থানের দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। গান, স্লোগানে মোদিজিকে ফেরত পাঠানোর স্লোগান দিচ্ছে তারা। কলকাতাসহ রাজ্যজুড়ে মোট ৫০০টি জায়গায় বিক্ষোভ দেখাবে তারা। বিকেলের পর রাজভবনমুখী হবে বাম ছাত্র-যুব ও অতিবামপন্থী সংগঠনগুলি। লেনিনমূর্তির নীচে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সিপিএমের। কালো পতাকা, কালো বেলুন নিয়ে মোদির বিরোধিতা করা হচ্ছে।
আজ দুপুরেই তিনি পৌঁছবেন শহরে। নাগরিকত্ব সংশোধনী বিলে রাষ্ট্রপতির সইয়ের পর প্রথমবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। কলকাতা পোর্ট ট্রাস্টের (Kolkata Port Trust) ১৫০-তম বর্ষপূর্তিতে (150th Anniversary) যোগদান করার জন্য আজ বিকেলে শহরে আসছেন তিনি। জানা গেছে, রানওয়ে (Runway) থেকে তিনি যে রাস্তা ধরে এগোবেন সেই রাস্তায় ব্যারিকেড তৈরির কাজ চলছে। এরপরও রাস্তায় কোনও বিক্ষোভ কিংবা অশান্তি শুরু হলে তাঁকে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও রয়েছে। আরও পড়ুন, আজ শহরে দু' দিনের সফরে আসছেন নরেন্দ্র মোদি; কোথায়, কখন থাকবেন রইল তার তালিকা
West Bengal: Students' Federation of India protests against PM Narendra Modi's visit to Kolkata. PM Modi will be on a two-day official visit to Kolkata from today, where he will take part in various programmes including 150th anniversary celebrations of Kolkata Port Trust. #CAA pic.twitter.com/F0crHgW6hc
— ANI (@ANI) January 11, 2020
বামেরা তো পথে রয়েইছে, তৃণমূল ছাত্র পরিষদও অবস্থানের ডাক দিয়েছে। ধর্নায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার বিকেল থেকে রানি রাসমনি রোডে ধর্না শুরু করেছে তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার বিকেলে সেই কর্মসূচিতেই যোগ দেবেন তৃণমূল নেত্রী। তৃণমূলের অন্যতম মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, বিকেল সওয়া পাঁচটা নাগাদ রানি রাসমনি রোডের ওই কর্মসূচিতে যোগ দেবেন মমতা। ঘণ্টা খানেক থাকবেন ছাত্রদের সঙ্গে। এদিন বিকেলে রাজভবনে মোদি-মমতা একান্ত বৈঠক হতে পারে। তার মধ্যেই মমতার ধর্নায় যাওয়ার কর্মসূচির ঘোষণা রাজনৈতিক ভাবে তাৎপ্রর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।