Partha Chatterjee (Photo Credit: Facebook)

কলকাতা, ২৮ জুলাই: মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সরিয়ে দেওয়া হল। ২৮ জুলাই অর্থাৎ আজ থেকেই শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত দায়িত্ব থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় সরিয়ে দিলেন। প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়।  অর্থের পাশাপাশি সোনা, গয়নাও উদ্ধার করা হয় অর্পিতার বাড়ি থেকে।  যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে জল্পনা শুরু হলে, এবার পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

এদিকে ইডির জেরায় মন্ত্রী (সদ্য প্রাক্তন)  ঘনিষ্ঠ অর্পিতা জানিয়েছেন, যে অর্থ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে, তা পার্থ চট্টোপাধ্যায়ের। শুধু তাই নয়, টাকা রাখার জন্যই তাঁর ফ্ল্যাট ব্যবহার করা হত বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে দাবি করেন অর্পিতা মুখোপাধ্যায়।

আরও পড়ুন:  Arpita Mukherjee: 'আমার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া অর্থ পার্থ চট্টোপাধ্যায়ের', ইডিকে বললেন অর্পিতা

পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় তাঁর ফ্ল্য়াটে হাজির হয়ে টাকা রেখে চলে যেতেন। এর বেশি কিছু জানেন না বলেও দাবি করেন অর্পিতা মুখোপাধ্যায়।