Kolkata Metro (Photo Credits: IANS)

কলকাতা, ১ জানুয়ারি: করোনার বৃদ্ধির জন্য ইতিমধ্যেই কড়া বিধিনিষেধ (Covid Restrictions) জারি করেছে নবান্ন (Nabanna)। জানিয়ে দেওয়া হয়েছে মেট্রোতে ৫০ শতাংশ যাত্রীর কথাও। এরপরই বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail) কর্তৃপক্ষ। এদিন প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে, সোমবার থেকে আপাতত টোকেন (Token) পরিষেবা বন্ধ করে দিচ্ছে মেট্রো। শুধুমাত্র স্মার্ট কার্ডেই (Smart Card) যাতায়াত করা যাবে। তবে মেট্রোর টাইমিংয়ে এখনই কোনও পরিবর্তন আসছে না।

অন্যদিকে, ফের নিয়ন্ত্রণিত হতে চলেছে লোকাল ট্রেন (Local Trains) পরিষেবা৷ যদিও রাজ্য সরকারের এই ঘোষণা নিয়ে বেশ কিছু ধোঁয়াশা এবং বিভ্রান্তি তৈরি হয়েছে যাত্রীদের মনে৷ কারণ পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে এর আগে লোকাল ট্রেন (New Local Train Timings) চালানোর নির্দেশিকা জারি করার পাশাপাশি রাজ্যের মু্খ্যসচিব জানিয়েছেন, সন্ধে সাতটার পর সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে৷ আরও পড়ুন: স্কুলের একসঙ্গে ৮৫ জন পডু়য়া করোনায় আক্রান্ত

যাত্রীদের অনেকেরই মনে প্রশ্ন, সন্ধ্যা সাতটা পর্যন্ত কি শিয়ালদহ, হাওড়ার মতো স্টেশনগুলি থেকে লোকাল ট্রেন (Local Trains) ছাড়বে?

রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি দেখে অবশ্য প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সন্ধে সাতটার মধ্যে সমস্ত লোকাল ট্রেনকে গন্তব্যে পৌঁছতে হবে৷ রেলের তরফে জানানো হয়েছে, লোকাল ট্রেন চালানোর নতুন নিয়ম কী হবে, তা নিয়ে আগামিকাল সিদ্ধান্ত নেওয়া হবে৷ কারণ শিয়ালদহ, হাওড়া থেকে সন্ধে সাতটার সময় ছাড়া অনেক ট্রেনই গন্তব্যে পৌঁছতে তিন থেকে চার ঘণ্টা সময় লেগে যায়৷